অমর একুশে বইমেলা উপলক্ষে প্রকাশিত হতে যাচ্ছে কবি ও কথাসাহিত্যিক দারুস সালাম মাসুদের গল্পগ্রন্থ ‘ঘুমন্ত ঘুঙুর’। বইটি প্রকাশ করছে প্রতিভা প্রকাশ। প্রচ্ছদ এঁকেছেন মনিরুজ্জামান পলাশ।
Advertisement
দারুস সালাম মাসুদ অনেক দিন ধরেই লিখে যাচ্ছেন কবিতা, গল্প ও প্রবন্ধ। তিনি মূলত জীবনবোধ থেকেই লেখালেখি করেন। কবিতা ও গল্পে ফুটিয়ে তোলেন প্রত্যক্ষ ও পরোক্ষ উপলব্ধির নান্দনিক চিত্র।
কবি ও কথাসাহিত্যিক দারুস সালাম মাসুদের প্রথম কাব্যগ্রন্থ ‘জিন্দাজল’ এবং প্রথম গল্পগ্রন্থ ‘আয়নাকান্ত’। এটি তার তৃতীয় গ্রন্থ।
আরও পড়ুন
Advertisement
তার ‘ঘুমন্ত ঘুঙুর’ বইটিতে জীবনঘনিষ্ট ও শিল্পরুচিসম্মত ১০টি গল্প আছে। গল্পগুলো হলো: সাধ, কাঁটার মাঝে গোলাপ, ফেরা, কালো শাড়ি, পড়ন্ত বেলায়, ভুল ভাবনায়, শহর ছাড়ার দিনটি, ঘুমন্ত ঘুঙুর, সম্মিলিত তওবা এবং সন্ধান।
বইটির মূল্য রাখা হয়েছে ২০০ টাকা। পাওয়া যাবে প্রতিভা প্রকাশের শো-রুম এবং বইমেলার স্টলে। এ ছাড়া রকমারি, বইফেরী, বাতিঘর, প্রথমা, বইবাজার, পাঠক পয়েন্ট, বইয়ের দুনিয়া, বই সদাই, বইপ্রহরসহ যে কোনো অনলাইন বুকশপে পাওয়া যাবে।
এসইউ/এমএস
Advertisement