বিনোদন

চমক নিয়ে ফিরছে ব্ল্যাক প্যান্থার

অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল পর্দায় ফিরে আসছে ‘ব্ল্যাক প্যান্থার ‘। তৃতীয় কিস্তিটি হবে আরও বেশি উপভোগ্য। অবশেষে মার্ভেল স্টুডিওস আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে ছবিটির ব্যাপারে। সেখানে জানানো হলো, এই ছবির প্রযোজক হিসেবে থাকবেন নেট মুর।

Advertisement

মার্ভেল স্টুডিওসের প্রধান কেভিন ফেইগি এই ঘোষণা দেওয়ার সময় মুরের প্রশংসা করেন। তিনি জানান, মুর এখন মার্ভেল থেকে বেরিয়ে ব্যক্তিগতভাবে প্রযোজনার কাজ করবেন। ফেইগি বলেন, ‘নেট মুর একজন অসাধারণ সহকর্মী। আমাদের সকলের খুব ভালো বন্ধু। তিনি ২০১০ সাল থেকে আমাদের দলের সদস্য ছিলেন। তার প্রভাব আমাদের গল্প বলার মধ্যে ধরা পড়বে। আমরা তাকে অনেক মিস করব। তবে আমরা তার পরবর্তী কাজ দেখার জন্য অপেক্ষা করছি। পাশাপাশি ‘ব্ল্যাক প্যান্থার ৩’ ছবিতে তার সঙ্গে আবারও কাজ করার সুযোগও পাচ্ছি।’

নেট মুর ২০১৮ সালের ‘ব্ল্যাক প্যান্থার’ এবং ২০২২ সালে এর দ্বিতীয় কিস্তি ‘ওয়াকান্ডা ফরএভার’ ছবির প্রযোজনা করেন। তিনি বলেন, ‘মার্ভেল স্টুডিওসে শুরু থেকেই আমি প্রযোজনার ব্যাপারে অনেক কিছু শিখেছি। আমি ভাগ্যবান যে এমন একটি দলের সঙ্গে কাজ করেছি যারা চলচ্চিত্র এবং গল্পের প্রতি ভালোবাসা এবং দায়বদ্ধতা রাখে। এখন আমি নতুন করে যাত্রা করছি নিজস্ব প্রযোজনার পৃথিবীতে। সেইসাথে ‘ব্ল্যাক প্যান্থার ৩’ এর মাধ্যমে আবারও ওয়াকান্ডার জগতে ফিরে আসতে যাচ্ছি। এর গল্প ও নির্মাণে অনেক চমক থাকবে।’

‘ব্ল্যাক প্যান্থার’ চলচ্চিত্রটি মূলত ওয়াকান্ডার রাজা ত’চল্লাকে কেন্দ্র করে। তিনিই ব্ল্যাক প্যান্থার হিসেবে পরিচিত। এই চরিত্রে অভিনয় করেছিলেন প্রয়াত চ্যাডউইক বোজম্যান। তার অকাল প্রয়াণের পর ওয়াকান্ডা ফরএভার ছবিতে ত’চল্লার বোন শুরি ব্ল্যাক প্যান্থারের ভূমিকা গ্রহণ করেন। এর মধ্য দিয়ে ওয়াকান্ডার নতুন অধ্যায় শুরু হয়। সেই চরিত্রে অভিনয় করেন লেটিশিয়া রাইট।

Advertisement

আবারও ‘ব্ল্যাক প্যান্থার’র ফিরে আসার ঘোষণা ওয়াকান্ডার পরবর্তী অধ্যায় নিয়ে দর্শকের মধ্যে নতুন আগ্রহের জন্ম দিয়েছে।

এলএ/জেআইএম