বাংলাদেশের শেয়ারবাজারে ফরেন পোর্টফোলিও বিনিয়োগ (এফপিআই) বাড়াতে অনুসন্ধান করছে টেরা পার্টনার্স ইউএসএ। বাংলাদেশের ভবিষ্যৎ সম্ভাবনা ও বাজার পরিবেশ দেখে বিনিয়োগ পরিকল্পনা প্রণয়নের কথা জানিয়েছে প্রতিষ্ঠানটির প্রতিনিধি ইয়ার্ডেন মারিয়ামা, সিএফএ।
Advertisement
বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সম্প্রতি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন টেরা পার্টনার্স ইউএসএ এর প্রতিনিধি ইয়ার্ডেন মারিয়ামা।
আরও পড়ুন
Advertisement
এ সময় বিএসইসির কমিশনার ফারজানা লালারুখ, সিটি ব্যাংক ব্রোকারেজের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এম. আফনান ইউসুফ ও সিটি ব্যাংক ব্রোকারেজের রিচার্স ও ইনভেস্টমেন্ট হেড এ কে এম ফজলে রাব্বী উপস্থিত ছিলেন।
সাক্ষাতে ভবিষ্যতে বাংলাদেশে কীভাবে ফরেন পোর্টফোলিও বিনিয়োগ (এফপিআই) বাড়ানো যেতে পারে, সেসব বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা হয়। এছাড়াও বাংলাদেশে সুন্দর বিনিয়োগ পরিবেশ আছে এবং এ দেশের বিনিয়োগ ভবিষ্যৎ আরও সম্ভাবনাময় বলে টেরা পার্টনার্স ইউএসএ এর পক্ষ থেকে অভিমত প্রকাশ করা হয়।
টেরা পার্টনার্স ইউএসএ প্রায় ২০ বছর যাবৎ বাংলাদেশে বিনিয়োগ করে আসছে।
এমএএস/ইএ
Advertisement