আন্তর্জাতিক

মন্দার কবলে নিউজিল্যান্ড, সুদের হার আরও কমানোর ইঙ্গিত

মন্দার কবলে পড়েছে নিউজিল্যান্ডের অর্থনীতি। তৃতীয় প্রান্তিকেও দেশটির অর্থনৈতিক কার্যক্রম প্রত্যাশার চেয়ে অনেক বেশি কমেছে। এমন পরিস্থিতিতে দেশটির কর্তৃপক্ষ শিগগির সুদের হার আরও কমানোর সিদ্ধান্ত নেবে।

Advertisement

এমন খবরের পরই নিউজিল্যান্ডের মুদ্রার দাম কমে দুই বছরের মধ্যে সর্বনিম্ন হয়েছে। এখন বাজার বিবেচনায় নিউজিল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক সুদের হার আরও কমানোর ব্যাপারে সিদ্ধান্ত নেবে। এরই মধ্যে সুদের হার ১২৫ পয়েন্টভিত্তিতে কমিয়ে ৪ দশমিক ২৫ শতাংশ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) প্রকাশিত পরিসংখ্যানে দেখা গেছে, চলতি বছরের সেপ্টেম্বর প্রান্তিকে জিডিপি কমেছে ১ শতাংশ, যা পূর্বাভাসের চেয়ে অনেক বেশি।

ক্যাপিটাল ইকোনমিক-এর অর্থনীতিবিদ অভিজিৎ সূর্য বলেছেন, অর্থনৈতিক অবস্থা প্রত্যাশার চেয়ে অনেকে বেশি খারাপ হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার অর্থমন্ত্রী নিকোলা উইলিস অর্থনৈতিক সংকোচনে ভূমিকার জন্য কেন্দ্রীয় ব্যাংকের দিকে আঙুল তুলেছেন।

সূত্র: রয়টার্স

এমএসএম

   

Advertisement