ক্যাম্পাস

শিক্ষার্থী হত্যার প্রতিবাদে শাবিপ্রবিতে বিক্ষোভ

চট্টগ্রাম ও ঢাকাসহ কয়েকটি জায়গায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের গুপ্তহত্যার প্রতিবাদ ও শিক্ষার্থীদের নিরাপত্তার দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা।

Advertisement

বুধবার (১৮ ডিসেম্বর) রাত ১০টায় শাহপরান হল থেকে বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে অবস্থান করেন তারা। এ সময় ‘আমার ভাই হত্যা কেন?’ ‘প্রশাসন জবাব চাই’, ‘আমার ভাই কবরে’ খুনি কেন বাহিরে’, ‘গুপ্ত হত্যার বিচার চাই, দিতে হবে দিতে হবে’ ইত্যাদি স্লোগান দেন তারা।

সম্প্রতি চট্টগ্রামে জসিমউদ্দীন, গাজীপুরের কালিয়াকৈরে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাজবির হোসেন শিহান, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের (এআইইউবি) শিক্ষার্থী ওয়াজেদ সীমান্ত দুর্বৃত্তদের হাতে খুন হন। নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে এসব হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা।

আরও পড়ুন:বিসিএসে বয়সসীমায় ‘বৈষম্য’, ৩৪ বছরের দাবি চিকিৎসকদের 

উপদেষ্টাদের উদ্দেশ্যে করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আসাদুল্লাহ আল গালিব বলেন, আপনারা এখন পর্যন্ত আওয়ামী ফ্যাসিস্টদের বিচার নিশ্চিত করতে পারেননি। আমাদের হাজারো ভাইয়ের রক্তের বিনিময়ে আপনাদের রাষ্ট্র পরিচালনায় দায়িত্ব দেওয়া হয়েছে। এই রক্তের দায়বদ্ধতা আছে। যদি দ্রুত সন্ত্রাসীদের বিচার নিশ্চিত না করতে পারেন তাহলে ছাত্রজনতা মব-জাস্টিস শুরু করলে এর দায় আপনাদের নিতে হবে।

Advertisement

গণিত বিভাগের শিক্ষার্থী হাফিজুল ইসলাম বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পরাজিত শক্তি জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের টার্গেট করে গুপ্তহত্যার মিশনে নেমেছে। এই সন্ত্রাসীদের দ্রুত বিচার না করলে আমরা উপদেষ্টাদের নামাতেও বিলম্ব করবো না।

সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ফয়সাল হোসেন বলেন, সন্ত্রাসীরা যদি গুপ্তহত্যা করে এদেশে নতুন করে রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করতে চায়, আমরা বিপ্লবীরা আবারো বিপ্লবী গার্ড তৈরি করে নিজেদের রক্ষা করবো।

নাঈম আহমদ শুভ/এমআরএম

Advertisement