দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ইনডেক্সধারী শিক্ষকদের শূন্যপদে বদলির প্রজ্ঞাপন দ্রুত জারির দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা। তারা একই সফটওয়্যারের মাধ্যমে সমপদে ও সমস্কেলে শূন্যপদে বদলির দাবি জানিয়েছেন।
Advertisement
বুধবার (১৮ ডিসেম্বর) সকাল ৯টার দিকে পূর্বঘোষিত ‘লং মার্চ ও অবস্থান’ কর্মসূচির জন্য মিছিল নিয়ে তারা শহীদ মিনারে পৌঁছান। এরপর সেখানে অবস্থান নেন শিক্ষকরা। দুপুর ১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত তারা সেখানে অবস্থান করছিলেন।
আরও পড়ুন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০ শিক্ষক-কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর বদলির সুযোগ পাবেন সব শিক্ষক, শিগগির সুখবর: শিক্ষা উপদেষ্টাশিক্ষকরা জানান, আজকের লং মার্চ ও অবস্থান কর্মসূচির পর যদি দাবি না মানা হয়, তাহলে বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল থেকে শহীদ মিনারে অবস্থান নিয়ে আমরণ অনশন কর্মসূচি করবেন তারা।
Advertisement
‘বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সুপারিশপ্রাপ্ত ইনডেক্সধারী শিক্ষকদের বদলির গণবিজ্ঞপ্তি প্রত্যাশী ঐক্য পরিষদ’ ব্যানারে বেসরকারি শিক্ষকরা এ কর্মসূচি পালন করছেন।
এএএইচ/ইএ