সংস্কারের বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সংস্কারের গল্প আমাদের সামনে করে লাভ হবে না। কয়েকজন লোক টেবিলে বসে সংস্কার করা যায় না। জনগণের ম্যান্ডেট নিয়ে নির্বাচিত সরকারই সংসদে পরিপূর্ণ সংস্কার করবে।
Advertisement
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাজধানীর শাহবাগে বিএসএমএমইউতে গণঅভ্যুথানে আহত ছাত্র জনতার চিকিৎসার সার্বিক খোঁজ ও আর্থিক সহায়তা শেষে তিনি এই কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, ড্যাবের সভাপতি ডা. হারুনুর রশীদ, মহাসচিব ডা. আব্দুস সালাম ও ড্যাবের অন্য নেতারা।
টেবিলে বসে সংস্কারের মতো ভুল ধারণা আর কিছু হতে পারে না উল্লেখ করে আমীর খসরু বলেন, সংস্কারের মালিকানা থাকতে হবে দেশের জনগণের হাতে। সংস্কার হচ্ছে একটি গণতান্ত্রিক প্রক্রিয়া। এটা চলমান।
Advertisement
রাজনীতিবিদদের উদ্দেশ্য খারাপ হলে কোনো সংস্কার কাজে আসবে না বলে মনে করেন বিএনপির এই নেতা। তিনি আরও বলেন, বিএনপি ঘোষিত সংস্কারের ৩১ দফা বাস্তবায়নে বদ্ধপরিকর।
আওয়ামী লীগ দেশকে ধ্বংস করার পরও যে বাংলাদেশ দাঁড়িয়ে আছে তা জিয়াউর রহমানের সার্বিক সংস্কারের ফসল বলেও দাবি করেন আমীর খসরু।
কেএইচ/এমআইএইচএস/এমএস
Advertisement