অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস শিক্ষাখাতে সবচেয়ে বেশি বরাদ্দ দিতে চান বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) অধ্যাপক ড. মো. আমিনুল ইসলাম।
Advertisement
তিনি বলেন, আমাদের সরকার শিক্ষাকে মানসম্মত, যুগোপযোগী এবং বিশ্বমানের করে গড়ে তোলার আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সরকার এ খাতে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। প্রধান উপদেষ্টা শিক্ষাখাতের উন্নয়নে বিশেষ অভিপ্রায় প্রকাশ করেছেন।
অধ্যাপক আমিনুল ইসলাম বলেন, ব্যক্তিগতভাবেও প্রধান উপদেষ্টার সঙ্গে আমার কথা হয়েছে। তিনি শিক্ষার জন্য বরাদ্দ অনেক বাড়িয়ে দিতে চান। তিনি বলেছেন, শিক্ষায় বরাদ্দটা সবচেয়ে কম। এটা আগামীতে সবচেয়ে বেশি করা হবে।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সরকারি-বেসরকারি স্কুলে ভর্তির লটারির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
Advertisement
আরও পড়ুন
স্কুলে ভর্তি: লটারির ফল কখন, কীভাবে পাওয়া যাবে শিক্ষা-প্রযুক্তি-অর্থনৈতিকভাবে পার্বত্য অঞ্চলকে এগিয়ে নিতে হবে জীবনের লক্ষ্য অর্জনে স্বপ্ন দেখতে হবে: তরুণদের উদ্দেশে ড. ইউনূস বইয়ের শেষ পাতায় জাতীয় সংগীত-পতাকা, কারণ জানেন না কেউ!শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের প্রশিক্ষণে গুরুত্বারোপ করে বিশেষ সহকারী অধ্যাপক আমিনুল ইসলাম বলেন, শিক্ষকদের প্রশিক্ষণ ছাড়া শিক্ষার মান উন্নয়ন করা সম্ভব নয়। তাদের জন্য প্রচুর প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করতে হবে। তারা যেন শিক্ষার্থীদের হাতে-কলমে শ্রেণিকক্ষে শেখাতে পারেন।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের শুধু ডিগ্রি ধরিয়ে দিলে হবে না। তাদের কর্মক্ষম করে গড়ে তুলতে হবে। দেশে-বিদেশে যেখানেই হোক, সেখানে যেন একজন শিক্ষিত যুবক নিজেকে যোগ্য হিসেবে উপস্থাপন করতে পারেন। তাছাড়া শুধু চাকরি নয়, উদ্যোক্তা হতে হবে। প্রধান উপদেষ্টা উদ্যোক্তা সৃষ্টিতে সারাবিশ্বে কাজ করছেন। ফলে এটা আমাদের জন্য বড় সুযোগ।
মাউশির মহাপরিচালক (রুটিন দায়িত্ব) অধ্যাপক মো. মোজাক্কার হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব ড. খ ম কবিরুল ইসলাম, টেলিটক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নুরুল মাবুদ চৌধুরী প্রমুখ।
Advertisement
এএএইচ/ইএ