ধর্ম

যানবাহনে ওঠার সময় যে দোয়া পড়বেন

জিকির বা আল্লাহর স্মরণ মুমিনের সার্বক্ষণিক আমল। মুমিনের সব কাজেই আল্লাহর জিকির যুক্ত থাকা উচিত। নবিজি (সা.) আমাদের শিখিয়েছেন কীভাবে দৈনন্দিন অভ্যাসগত ও প্রয়োজনীয় সব কাজে আল্লাহকে স্মরণ করতে হয়। তিনি যানবাহনে সফর করার সময় কীভাবে সফর করতেন তা বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে ওমর (রা.)। তিনি বলেন, আল্লাহর রাসুল (সা.) উটে আরোহণের সময় তিনবার ‘আল্লাহু আকবার’ (আল্লাহ মহান) বলতেন। তারপর এই দোয়া পাঠ করতেন,

Advertisement

سُبْحَانَ الَّذِي سَخَّرَ لَنَا هَذَا وَمَا كُنَّا لَهُ مُقْرِنِينَ وَإِنَّا إِلَى رَبِّنَا لَمُنْقَلِبُونَ اللَّهُمَّ إِنَّا نَسْأَلُكَ فِي سَفَرِنَا هَذَا الْبِرَّ وَالتَّقْوَى وَمِنَ الْعَمَلِ مَا تَرْضَى اللَّهُمَّ هَوِّنْ عَلَيْنَا سَفَرَنَا هَذَا وَاطْوِ عَنَّا بُعْدَهُ اللَّهُمَّ أَنْتَ الصَّاحِبُ فِي السَّفَرِ وَالْخَلِيفَةُ فِي الأَهْلِ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ وَعْثَاءِ السَّفَرِ وَكَآبَةِ الْمَنْظَرِ وَسُوءِ الْمُنْقَلَبِ فِي الْمَالِ وَالأَهْلِ

পবিত্র মহান সেই সত্তা- যিনি একে আমাদের নিয়ন্ত্রণাধীন করে দিয়েছেন, আমরা নিজের ক্ষমতায় একে নিয়ন্ত্রণ করতে সক্ষম ছিলাম না। আমাদের অবশ্যই আমাদের প্রতিপালকের নিকট ফিরে যেতে হবে। হে আল্লাহ! আমাদের এই সফরে আমরা তোমার কাছে কল্যাণ, তাকওয়া এবং তোমার সন্তুষ্টি লাভ করা যায় এমন কাজের তৌফিক চাই। হে আল্লাহ! আমাদের এই সফর আমাদের জন্য সহজ করে দাও এবং এর দূরত্ব কমিয়ে দাও। হে আল্লাহ! তুমি সফরে আমাদের সঙ্গী এবং আমাদের অনুপস্থিতিতে পরিবারের তত্ত্বাবধানকারী। হে আল্লাহ! তোমার নিকট আশ্রয় প্রার্থনা করি সফরের কষ্ট, দুঃখজনক দৃশ্য এবং সস্পদ ও পরিবারের ক্ষতি থেকে।

সফর থেকে ফিরে তিনি এই দোয়া পাঠ করতেন,

Advertisement

آيِبُونَ تَائِبُونَ عَابِدُونَ لِرَبِّنَا حَامِدُونَ

আমরা প্রত্যাবর্তনকারী, তাওবাকারী, আমাদের রবের ইবাদতকারী ও প্রশংসাকারী। (সহিহ বুখারি: ৩১৪৫)

অন্য কিছু বর্ণনায় প্রথম বিসমিল্লাহি ওয়াল-হামদুলিল্লাহ বলে তারপর তিনবার তাকবির বলার কথা আছে।

নৌযানে আরোহণের সময় দোয়া পাঠ করা সম্পর্কেও নবিজি নির্দেশনা বর্ণিত রয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত নবিজি (সা.) বলেছেন,

Advertisement

أمان أمتى من الغرق إذا ركبوا في السفن أن يقولوا: بسم الله الملك.. بسم الله مجريها ومرساها إن ربي لغفور رحيم

ডুবে যাওয়া থেকে আমার উম্মতের রক্ষাকবচ হলো তারা নৌযানে আরোহণের সময় বলবে, বিশ্বজগতের বাদশাহ আল্লাহর নামে, আল্লাহর নামে এই চলা ও থামা নিশ্চই আমার প্রতিপালক অত্যন্ত ক্ষমাশীল ও দয়ালু। (তাবরানি)

স্থল ও নৌপথে যানবাহনে আরোহণের ক্ষেত্রে নবিজির সুন্নত যেভাবে আমরা অনুসরণ করতে পারি:

১. যানবাহনে আরোহণের সময় ‘বিসমিল্লাহি ওয়াল-হামদুলিল্লাহ’ বলে ডান পা দিয়ে যানবাহনে আরোহণ করুন এবং তিনবার ‘আল্লাহু আকবার’ বলুন।

২. যানবাহনে আসন গ্রহণের পর তা চলতে শুরু করলে পড়ুন:

سبحان الذي سخر لنا هذا وما كنا له مقرنين وانا الي ربنا لمنقلبون

উচ্চারণ: সুবাহানাল্লাযি সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লানমুনকালিবুন।

অর্থ: পবিত্র ওই আল্লাহ, যিনি একে আমাদের আয়ত্ত্বাধীন করে দিয়েছেন, অথচ একে আমরা নিজেদের অধীন করতে পারতাম না। আর নিশ্চই আমরা আমাদের রবের কাছে ফিরে যাবো।

৩. নৌকা, জাহাজ, পুল ইত্যাদিতে চড়ার সময় পড়ুন :

بسم الله الملك بسم الله مجريها ومرساها ان ربي لغفور رحيم

উচ্চারণ: বিসমিল্লাহি-লমালিক বিসমিল্লাহি মাজরেহা ওয়া মুরসাহা ইন্না রাব্বী লা গাফুরুর রাহীম।

অর্থ: আল্লাহর নামে এই চলা ও থামা নিশ্চই আমার প্রতিপালক অত্যন্ত ক্ষমাশীল ও দয়ালু।

ওএফএফ/জিকেএস