অমর একুশে বইমেলা উপলক্ষে প্রকাশিত হতে যাচ্ছে তাহমিনা শিল্পীর গল্পগ্রন্থ ‘শালিক পাখির অভিমান’। বইটির প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ। প্রকাশ করছে প্রকাশনা প্রতিষ্ঠান প্রতিভা প্রকাশ। বিভিন্ন স্বাদের ১৩টি গল্পের সমন্বয়ে প্রকাশিতব্য বইটির মূল্য রাখা হয়েছে ২৫০ টাকা।
Advertisement
তাহমিনা শিল্পী একাধারে কবি, কথাশিল্পী, শিশুসাহিত্যিক এবং সাংবাদিক। ১৯৭৭ সালের ২ নভেম্বর মাদারীপুর জেলার রাজৈর উপজেলা সদরে জন্মগ্রহণ করেন। বর্তমানে বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন বাংলাভিশনে কর্মরত।
আরও পড়ুন আসছে ম্রো আদিবাসীদের প্রতিচ্ছবি ‘লিটল মাস্টার’ প্রকাশিত হলো শফিক হাসানের ‘দেখি বাংলার মুখ’তাহমিনা শিল্পীর অন্য বইয়ের মধ্যে উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ ‘কুসুম বউয়ের নাকের নোলক হারিয়েছে গহীন গাঙের জলে’, ‘প্রণয়ের জলবাড়ি’, ‘টেরাকোটায় আঁকা পৌরাণিক প্রেম’ ও ‘ওত পেতে আছে মাতাল জোছনা’।
গল্পগ্রন্থ ‘হৃদয়পুরের চুপকথা’, ‘আলতাদিঘির লালটিপ’, ‘আধ পাগলা জাকির হোসেন’, ‘লাল লিপস্টিক’। সম্পাদিত গল্পগ্রন্থ ‘বুনো বাতাসের গল্প’। শিশুতোষ গল্পগ্রন্থ ‘তমালের সুন্দরী হাঁস’, ‘পুষ্পিতা ও নীল প্রজাপতি’, ‘খরগোশ ছানা ও বুদ্ধিমান টুনটুনি’, ‘অর্পণ ও কাঠবিড়ালি’।
Advertisement
এসইউ/এএসএম