কৃষি ও প্রকৃতি

তীব্র শীতে বোরো ধানের বীজতলা রক্ষায় করণীয়

গ্রামাঞ্চলে তীব্র শীত ও ঘন কুয়াশা পড়তে দেখা গেছে। তাই এর কবল থেকে বোরো ধানের বীজতলার চারা রক্ষা করার জন্য এখনই পদক্ষেপ নিতে হবে। এই মুহূর্তে করণীয় সম্পর্কে কিছু পরামর্শ তুলে ধরা হলো:

Advertisement

১. প্রতিদিন সন্ধ্যায় বীজতলা সেচের পানি দিয়ে ডুবিয়ে রাখতে হবে এবং পরদিন সকালবেলা পানি বের করে দেবেন।

২. চারা গাছে সূর্যের রোদ লাগার ব্যবস্থা করতে হবে।

৩. বীজতলায় ২-৫ সেন্টিমিটার (০.৭৮ থেকে ২ ইঞ্চি) পানি রাখুন এবং মাঝে মাঝে জমে থাকা পানি বের করে পুনরায় নতুন পানি দিন।

Advertisement

৪. বোরো ধানের বীজতলা প্রতিদিন সকালে একবার পরিদর্শন করতে হবে।

৫. বীজতলার চারা যদি হলুদ হয়ে যায়, তাহলে প্রতি শতাংশ বীজতলার জন্য ২০০ গ্রাম হারে ইউরিয়া সার উপরি প্রয়োগ করা দরকার এবং এতে হলুদ না কমলে প্রতি শতাংশ বীজতলার জন্য ১০০ গ্রাম হারে জিপসাম সার উপরি প্রয়োগ করতে হবে।

আরও পড়ুন ধানের বাদামি গাছফড়িং দমনে করণীয়  ফুলকপির কার্ড পচা রোগের কারণ ও প্রতিকার 

৬. বীজতলা পাতা ঝলসানো রোগে আক্রান্ত হলে সকালবেলা রশি টানা দিয়ে চারা থেকে কুয়াশার পানি ফেলে দিতে হবে।

৭. বীজতলায় প্রতি শতাংশের জন্য ৫০ গ্রাম হারে পটাশ সার প্রয়োগ করা প্রয়োজন।

Advertisement

৮. অতিরিক্ত ঠান্ডায় বীজতলায় ছাই ছিটিয়ে তাপমাত্রা ধরে রাখা যায়। কাজেই এ অবস্থায় বীজতলায় ছাই ছেটাতে পারেন।

৯. স্বচ্ছ পলিথিন আবৃত ধানের শুকনা বীজতলা তৈরি করা।

১০. বীজতলা থেকে চারা তোলার এক সপ্তাহ আগে অনুমোদিত হারে কীটনাশক ছেটাতে পারেন। এতে বীজতলার চারা পোকামাকড়ের আক্রমণ থেকে রক্ষা পাবে।

১১. বিস্তারিত জানার জন্য আপনার কাছের উপসহকারী কৃষি কর্মকর্তার সাথে অথবা উপজেলা কৃষি অফিসে যোগাযোগ করুন।

এসইউ/জিকেএস