স্বাস্থ্য

ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৪৪

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৩৬ জনে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৪৪ জন। এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯৭ হাজার ৬০৩ জনে।

Advertisement

বুধবার (১১ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মৃত ৪ জনের ১ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের, দুজন ঢাকা উত্তর সিটি করপোরেশনের বাসিন্দা ও একজন চট্টগ্রামের বাসিন্দা।

আরও পড়ুন

Advertisement

এবারের ডিসেম্বরে ডেঙ্গুতে মৃত্যু বেশি চট্টগ্রামে এবার ডেঙ্গুর সংক্রমণ কম, নতুন ভ্যারিয়েন্টে ঝুঁকি বিরূপ আবহাওয়ার কারণে বছরজুড়ে ভোগাচ্ছে ডেঙ্গু

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, হাসপাতালে নতুন ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ২৩, চট্টগ্রাম বিভাগে ৭৩, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৯৬, ঢাকা উত্তর সিটিতে ৮৪, ঢাকা দক্ষিণ সিটিতে ৭৮, খুলনা বিভাগে ৪৫, রাজশাহী বিভাগে ২৭, ময়মনসিংহে ১৩, রংপুরে ৩ ও সিলেটে ২ জন রয়েছেন।

২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯৭ হাজার ৬০৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৬৩ দশমিক ১০ শতাংশ পুরুষ এবং ৩৬ দশমিক ৯০ শতাংশ নারী। একই সময়ে ৫৩৬ জন মৃত্যুবরণ করেছেন, যাদের মধ্যে ৫১ দশমিক ৭০ শতাংশ নারী এবং ৪৮ দশমিক ৩০ শতাংশ পুরুষ।

এএএম/এমএইচআর/এমএস

Advertisement