হলিউড তারকা মেগান ফক্স। তিনি ‘টিনেজ মিউট্যান্ট নিনজা টার্টলস’ সিনেমার জন্য পরিচিত। আমেরিকান র্যাপার মেশিন গান কেল্লি (এমজিকে)-র সঙ্গে মেগানের সুখের বসবাস ছিল। তারা দম্পতি হিসেবে আলোচিত হলেও তাদের বিয়ের কোনো তথ্য পাওয়া যায়নি কখনো।
Advertisement
নতুন খবর হলো, সম্প্রতি এমজিকের সঙ্গে সম্পর্কের ইতি টেনেছেন মেগান ফক্স। হলিউডভিত্তিক নানা গণমাধ্যমে এমন খবরই প্রকাশ হয়েছে।
খবরে দাবি করা হয়েছে, এমজিকের ফোনে অন্য নারীদের সঙ্গে মেসেজ দেখেছেন মেগান। বিশেষ করে থ্যাঙ্কসগিভিংয়ের ছুটিতে সময় কাটানোর সময় মেগান সন্দেহ করেন এমজিকে-কে। তার ফোন চেক করলে সেখানে তিনি অন্য নারীদের সঙ্গে এমজিকের মেসেজগুলো দেখতে পান। সেগুলোই তার রাগের কারণ। এরপরই তিনি সম্পর্ক ভেঙে দেয়ার সিদ্ধান্ত নেন বলে জানা গেছে।
একটি সূত্র জানিয়েছে, এমজিকের অতীত নিয়ে মেগান দ্বিধাদ্বন্দ্বে ভুগতেন। তিনি সবসময় সন্দেহ করতেন যে এমজিকে অন্য নারীতে আসক্ত। তাদের সম্পর্কের উত্থান-পতন সত্ত্বেও মেগান সম্পর্ক ঠিক রাখতে অনেক চেষ্টা করছিলেন। তবে সম্প্রতি এমজিকের মেসেজগুলো দেখার পর তিনি নিয়ন্ত্রণ হারান। সম্পর্ক ভাঙার সিদ্ধান্ত নেন।
Advertisement
গেল নভেম্বরেই মেগান ও এমজিকে দম্পতি তাদের প্রথম সন্তানের ঘোষণা দিয়েছিলেন। মেগান বেবি বাম্পের ছবিও প্রকাশ করেছিলেন। তখন থেকেই অবশ্য তাদের সম্পর্ক তিক্ততায় প্রবেশ করেছে। তবে মেগান ক্রমাগতই এমজিকের পরনারীপ্রীতিতে হতাশ হয়ে পড়েন।
সূত্রটি আরও জানিয়েছে, মেগান নিজেকে শক্তিশালী এবং স্বাধীন নারী মনে করেন। তার মতে, অবিশ্বস্ত পুরুষ সঙ্গীর চেয়ে কেউ না থাকাই ভালো।
এলএ/এএসএম
Advertisement