রাজধানীর সরকারি তিতুমীর কলেজে দিনব্যাপী সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ৯ ডিসেম্বর তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার উদ্বোধন করেন সরকারি তিতুমীর কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ড. মিজানুর রহমান এবং এখন টিভির সম্পাদকীয় প্রধান তুষার আবদুল্লাহ।
Advertisement
উপাধ্যক্ষ অধ্যাপক ড. মিজানুর রহমান সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরে বলেন, ‘সাংবাদিকতা একটি মহান পেশা। সাংবাদিকদের জাতির বিবেক বলা হয়। আশা করি, তোমরা এ কর্মশালার মাধ্যমে সাংবাদিকতার গুরুত্বপূর্ণ দিকগুলো জানতে পারবে এবং ভবিষ্যতে দক্ষ সাংবাদিক হয়ে উঠবে।’
মুখ্য আলোচক তুষার আবদুল্লাহ সাংবাদিকতার সততা ও নিরপেক্ষতার বিষয়ে বলেন, ‘সাংবাদিকতায় সফল হতে হলে অবশ্যই সৎ, পরিশ্রমী এবং দায়িত্বশীল হতে হবে। সাংবাদিকতার মূল ভিত্তি হলো সততা, নিষ্ঠা এবং নিরপেক্ষতা। আদর্শ মেনে চলার মাধ্যমেই সমাজে পরিবর্তন আনা সম্ভব।’
আরও পড়ুনদেশে ফিরেছেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানআহ্বায়ক সাজু, সদস্য সচিব শিমুলকলেজের অধ্যক্ষ অধ্যাপক শিপ্রা রাণী মণ্ডল কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘সাংবাদিকতার মূল উদ্দেশ্য হওয়া উচিত মানবকল্যাণ। তোমরা সৎ ও নিরপেক্ষ থেকে সাংবাদিকতায় সাফল্য অর্জন করবে এবং কলেজের নাম উজ্জ্বল করবে।’
Advertisement
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন এখন টিভির সিনিয়র রিপোর্টার মোহাম্মদ আজহারুজ্জামান, কালবেলা অনলাইনের সম্পাদক পলাশ মাহমুদ, চ্যানেল নাইনের সিনিয়র রিপোর্টার ও উপস্থাপক আবিদ আজম, একাত্তর টিভির সংবাদ উপস্থাপক কানিজ লাবনী, প্রথম আলোর ডেপুটি হেড অব ফটোগ্রাফি সাজিদ হোসেন।
সংগঠনের সভাপতি সাহেদুজ্জামান সাকিবের সভাপতিত্বে অর্থ সম্পাদক মিয়া আমিরুল ইসলামের সঞ্চালনায় সাংবাদিকতায় ক্যাম্পাস সাংবাদিকদের ভূমিকা নিয়ে মতামত ব্যক্ত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ফয়েজ রেজা, সাবেক সহ-সভাপতি আহমেদ ফেরদাউস খান এবং সাবেক সভাপতি তাওসিফ মাইমুন।
এসইউ/জেআইএম
Advertisement