দেশের কৃষি খাতের সেরা প্রতিবেদনের জন্য বিভিন্ন দৈনিক পত্রিকা, অনলাইন ও টেলিভিশনের ১০ জন সাংবাদিক পেলেন ইআরএফ-প্রাণ মিডিয়া অ্যাওয়ার্ড-২০২৪।
Advertisement
অর্থনীতিবিষয়ক সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) এই পুরস্কার দিয়েছে। এতে পৃষ্ঠপোষকতা করেছে দেশের কৃষি প্রক্রিয়াজাত খাতের পথিকৃৎ প্রাণ-আরএফএল গ্রুপ।
আরও পড়ুন ইআরএফ-প্রাণ মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন জাগো নিউজের ইব্রাহীম হুসাইনমঙ্গলবার (১০ ডিসেম্বর) ইআরএফ মিলনায়তনে ‘ইআরএফ-প্রাণ মিডিয়া অ্যাওয়ার্ড-২০২৪’ প্রদান অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
ইআরএফ-প্রাণ মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন যেসব সাংবাদিক:এ বছর তিনটি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়েছে। এর মধ্যে প্রিন্ট ক্যাটাগরিতে পাঁচজন, অনলাইনে দুইজন এবং টেলিভিশন ক্যাটাগরি থেকে তিনজন পুরস্কার পেয়েছেন।
Advertisement
প্রিন্ট ক্যাটাগরিতে যৌথভাবে প্রথম হয়েছেন আমাদের সময়ের সিনিয়র রিপোর্টার জিয়াদুল ইসলাম ও সময়ের আলোর বিজনেস এডিটর আলমগীর হোসেন। এ ক্যাটাগরিতে যৌথভাবে দ্বিতীয় হয়েছেন দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের দুই বিশেষ প্রতিনিধি জসিম উদ্দিন হারুন ও এফএইচএম হুমায়ূন কবির। তৃতীয় পুরস্কার পেয়েছেন কালের কণ্ঠের সিনিয়র রিপোর্টার সাহানোয়ার সাইদ শাহীন।
অনলাইন ক্যাটাগরিতে প্রথম হয়েছেন জাগোনিউজ২৪.কম এর চিফ রিপোর্টার ইব্রাহীম হুসাইন অভি এবং দ্বিতীয় হয়েছেন যুগান্তরের সিনিয়র রিপোর্টার মিজানুর রহমান চৌধুরী। গত ১৪ সেপ্টেম্বর জাগো নিউজে প্রকাশিত ‘কৃষিপণ্য রপ্তানিতে সম্ভাবনা অসীম, অর্জন সীমিত’ শীর্ষক প্রতিবেদনের জন্য এই পুরস্কার পান ইব্রাহীম হুসাইন অভি।
অতিথিদের কাছ থেকে ‘ইআরএফ-প্রাণ মিডিয়া অ্যাওয়ার্ড-২০২৪’-এ অনলাইন ক্যাটাগরিতে প্রথম পুরস্কার নিচ্ছেন জাগো নিউজের চিফ রিপোর্টার ইব্রাহীম হুসাইন অভি/জাগো নিউজ
এছাড়া টেলিভিশন ক্যাটাগরিতে প্রথম হয়েছেন যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার তৌহিদ হোসেন পাপন এবং দ্বিতীয় হয়েছেন যৌথভাবে একুশে টিভির সিনিয়র রিপোর্টার তৌহিদুর রহমান এবং ইনডিপেনডেন্ট টিভির সিনিয়র রিপোর্টার হরিপদ সাহা।
Advertisement
এ অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান আহসান খান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ।
ইআরএফ-এর সভাপতি রেফায়েত উল্লাহ মীরধার সভাপতিত্বে সংগঠনটির সাধারণ সম্পাদক আবুল কাশেম, কার্যনির্বাহী সদস্য, অ্যাওয়ার্ডের বিচারক ও বিভিন্ন গণমাধ্যমের আমন্ত্রিত সাংবাদিকরা এ সময় উপস্থিত ছিলেন।
এ বছর আধুনিক কৃষি ও বাজারজাতকরণের টেকসই ব্যবস্থা, মানসম্মত কৃষিপণ্য উৎপাদন ও সমন্বিত কৃষিব্যবস্থা, কৃষি ও কৃষকদের উন্নয়নে অ্যাগ্রো প্রসেসিং খাতের প্রসার, কৃষি ও কৃষি প্রক্রিয়াজাত খাতের অগ্রগতি, সমস্যা ও সম্ভাবনা, নতুন বিনিয়োগ ও কর্মসংস্থান, কৃষি প্রক্রিয়াজাত খাতের সরবরাহ ব্যবস্থা, এ খাতের রপ্তানি, সমস্যা ও সম্ভাবনাসহ কৃষি প্রক্রিয়াজাত খাত নিয়ে করা সেরা প্রতিবেদনগুলোকে এবার পুরস্কৃত করা হয়েছে।
এনএইচ/জেএইচ/জিকেএস