জাগো নিউজের ফটোসাংবাদিক বিভাষ দিক্ষিতের (বিপ্লব) মা বেবী দিক্ষিত মারা গেছেন।
Advertisement
রোববার (৮ ডিসেম্বর) রাত পৌনে ১১টার দিকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বিপ্লব দিক্ষিত জানান, তার মা মস্তিস্কে রক্তক্ষরণজনিত রোগে আক্রান্ত হয়ে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুর পর রোববার দিনগত রাতে চট্টগ্রামে তার দাহ সম্পন্ন করা হয়।
মৃত্যুকালে বেবী দিক্ষিত তিন ছেলে, এক মেয়ে নাতি-নাতনিসহ অসংখ গুণগ্রাহী রেখে গেছেন।
Advertisement
বিভাষ দিক্ষিতের মায়ের মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছে জাগো নিউজ পরিবার। জাগো নিউজের ভারপ্রাপ্ত সম্পাদক জিয়াউল হক এক শোকবার্তায় বিদেহী আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
এমএমএ/বিএ/এএসএম