শুক্রবার পর্দায় আসছে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত নতুন সিনেমা ‘৮৪০’ ওরফে ‘ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড’। গত ৬ ডিসেম্বর জাগো নিউজ জানিয়েছিল সেখবর। আজ (৮ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হলো ছবির পোস্টার।
Advertisement
ওই একই দিনে মুক্তি পাবে আরও দুটি বাংলা সিনেমা। একটি শবনম পারভীনের ‘হুরমতি’ ও অন্যটি বেলাল সানীর ‘ডেঞ্জার জোন’। ‘ডেঞ্জার জোন’-এর শুটিং হয়েছিল ২০১৮ সালে। ছবিতে অভিনয় করেছেন বাপ্পী চৌধুরী ও ফাল্গুনি রহমান জলি। অন্যদিকে ২০১৯ সালে শুটিং হওয়া ‘হুরমতি’ ছবিতে শবনম পারভীনের সঙ্গে আছেন ছয় নায়ক শ্রাবণ শাহ, সমাপ্তি মাশুক, সনি রহমান, নিলয়, অভি ও টুকু।
অন্যদিকে ফারুকী নির্মিত ‘৮৪০’-এ অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, মারজুক রাসেল, ফজলুর রহমান বাবু, জাকিয়া বারী মমসহ রাজশাহী ও নওগাঁর বেশ কয়েকজন স্থানীয় শিল্পী। ছবি প্রসঙ্গে ফারুকী জানিয়েছেন, আগের অন্তর্বর্তী সরকারের সময়ে তিনি বানান ‘৪২০’। আরেক অন্তর্বর্তী সরকারের আমলে আনছেন ‘৮৪০’।
আরও পড়ুন: রাজশাহীতে শুটিং হওয়া ফারুকীর ‘৮৪০’ আসছে ‘পাবলিক চায় ডেমোক্রেসি, ওদের রুচি খারাপ’, ট্রেলারে ফারুকীর বার্তামনে করিয়ে দেওয়া দরকার, এর আগে বাংলাদেশের সমসাময়িক সামাজিক ও রাজনৈতিক অসঙ্গতিকে ব্যাঙ্গাত্মক করে তুলে ধরেছিলেন তিনি ‘৪২০’-নামের ধারাবাহিকে। ভীষণ আলোচনা সৃষ্টি করেছিলেন সেটি। ‘৮৪০’-এও থাকবে রাজনৈতিক গল্প, সংলাপ ও ভাবনা।
Advertisement
যৌথভাবে ‘৮৪০’ প্রযোজনা করেছেন নুসরাত ইমরোজ তিশা, ইম্প্রেস টেলিফিল্ম। চিত্রগ্রহণ করেছেন শেখ রাজিবুল ইসলাম, সংগীত পরিচালনায় ছিলেন পাভেল আরিন ও সাউন্ড ডিজাইনার রিপন নাথ। সম্পাদনায় তাহসিন মাহিম ও শিল্প পরিকল্পনা করেছেন ইব্রাহিম এইচ বাবু। পোশাক পরিকল্পনা করেছেন পূজালয় চৌধুরী ও মেকআপের দায়িত্বে ছিলেন খাইরুল ইসলাম।
এলএ/আরএমডি