সোশ্যাল মিডিয়া

সিরিয়ায় বাশারের পতনে বাংলাদেশে উচ্ছ্বাস

সিরিয়ার রাজধানী দামেস্ক ছেড়ে পালিয়েছেন প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। ৮ ডিসেম্বর দেশটির জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। খবরে বলা হয়, একটি প্লেনে করে দামেস্ক ছেড়েছেন প্রেসিডেন্ট বাশার। তবে তার গন্তব্য কোথায়, তা এখনো জানা যায়নি।

Advertisement

এ খবর ছড়িয়ে পড়লে বাংলাদেশের জনগণও উল্লাসে মেতে ওঠে। তারা সোশ্যাল মিডিয়া ফেসবুকে পোস্টের মাধ্যমে তাদের উচ্ছ্বাস প্রকাশ করেন।

সাইয়েদ জামিল লিখেছেন, ‘মুক্তিকামী সিরিয়ানদের জানাচ্ছি বাংলা বিপ্লবের শুভেচ্ছা। প্রতিবাদী মানুষের জয় হোক। সিরিয়ার স্বৈরশাসক বাশার আল-আসাদের পিতার মূর্তি ভেঙে ফেলেছে সে দেশের জনতা। বাশার তার প্রয়াত পিতা হাফিজ আল-আসাদকে দেবতা বানিয়ে ফেলেছিলেন। আহা, দেবতা আজ ধুলায় গড়াগড়ি খাচ্ছে। বাংলাদেশের চিত্রই যেন চিত্রায়িত হলো সিরিয়ায়। আজ পিতা ও পুত্রের ৫৪ বছরের দুঃশাসন থেকে মুক্ত হলো সিরিয়ানরা।’

আরও পড়ুন সোশ্যাল মিডিয়ায় কুকুরের জন্য মানবিক আহ্বান  নূর হোসেন চত্বর ঘিরে নেটদুনিয়ায় আলোচনা 

সরকার আমিন লিখেছেন, ‘আসাদদের পালাতে হয়। কারণ তারা বিরোধীপক্ষকে সহ্য করতে রাজি থাকেন না। এক সময় দেখেন পায়ের তলের মাটি সরে যাচ্ছে।’

Advertisement

মেছবাহ পাটোয়ারী লিখেছেন, ‘২০২৪ সালকে তাহলে আন্তর্জাতিক ফ্যাসিস্ট পলায়ন বর্ষ ঘোষণা করা যায়?’

মো. রাসেদুল ইসলাম লিখেছেন, ‘দামেস্ক আমাদের। আল্লাহর জমিন অতিসত্বর পবিত্র হবে ইনশাআল্লাহ!’

শানিত শোনিত লিখেছেন, ‘আরও এক স্বৈরাচারের স্বদেশ ছেড়ে পলায়ন।’

শওকত এয়াকুব লিখেছেন, ‘পৃথিবীর কোনো দেশে স্বৈরাচার থাকতে পারবে না ইনশাআল্লাহ। দামেস্ক বিজয়।’

Advertisement

এসইউ/জিকেএস