ছেলে পদ্মর জন্মের পর অভিনয়ে অনিয়মিত হয়ে পড়েন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। তবে এখন মাতৃত্বকালীন বিরতির পালা শেষ করে আবারও বড় পর্দায় হাজির হচ্ছেন পরীমনি। কদিন আগে প্রশংসা কুড়িয়েছেন রঙিলা কিতাবে রং ছড়িয়ে। নতুন বছরেও থাকছে সেই ধারাবাহিকতা।
Advertisement
শুক্রবার (৬ নভেম্বর) রাতে পরীমনি সোহমের ছবি দিয়ে তৈরি ‘ফেলুবক্সী’ সিনেমার একটি পোস্টার শেয়ার করেন। তাতে তিনি লিখেছেন, আগামী ১৭ জানুয়ারি ‘ফেলুবক্সী’ মুক্তি পাবে।
ফেলুবক্সীতে লাবণ্য চরিত্রে অভিনয় করেছেন তিনি। এ সিনেমায় পরীমনির বিপরীতে অভিনয় করেছেন কলকাতার অভিনেতা সোহম চক্রবর্তী; আরও আছেন কলকাতার অভিনেত্রী মধুমিতা সরকার।
আরও পড়ুন: পরীমনিকে জানতে দেখতে হবে তার সেরা সিনেমাটি পুজায় প্রচার, আসছে পরীমনির কলকাতার সিনেমাছবিতে নিজের চরিত্র প্রসঙ্গে পরীমনি বলেন, ‘মনে হয়েছে এই সিনেমার লাবণ্য চরিত্রটি ফুটিয়ে তুলতে পারবো। সে কারণে চরিত্রটি করেছি। কতটা ভালো পেরেছি, সেটা মুক্তির পর দর্শকেরাই বলতে পারবেন।’
Advertisement
এদিকে ‘ফেলুবক্সী’ ছবির পরিচালক দেবরাজ সিনহা ছবিটি সম্পর্কে বলেছেন, ‘ফেলুবক্সী একটি থ্রিলার ঘরানার ছবি। যদিও নামটি শুনলে মনে হতে পারে বাংলা সাহিত্য কিংবা সিনেমা কিংবদন্তি চরিত্রের প্রভাব রয়েছে। তবে নাম দেখে বিচার করতে বারণ করবো দর্শকদের। চিত্রনাট্যের মজা উপভোগ করতে হলে সিনেমাটি দেখতে হবে।’
এমআই/এমএস/এএসএম