চোখের সঙ্গে ক্যামেরার পার্থক্য কোথায়?শিক্ষক ছাত্রদের প্রশ্ন করলেন, ‘চোখ আর ক্যামেরায় তো বেশ মিল, পার্থক্যটা কোথায় বলো তো?’
Advertisement
খানিকক্ষণের নীরবতা, হঠাৎ এক প্রত্যুৎপন্নমতি উঠে দাঁড়িয়ে বলল, ‘স্যার, চোখ হলো ফাঁকিবাজ ছাত্র, পড়াশোনা করলেও বাড়ির কাজ করে না। কিন্তু ক্যামেরা ভালো ছাত্র, নিয়মিত বাড়ির কাজ করে, কিছু পড়লেই কাগজে লিখে ফেলে!’
**** জন্মদিন প্রতিবছর
উকিল: আপনার জন্ম দিন কবে?সাক্ষী: ১৫ জুলাই।উকিল: কোন বছর?সাক্ষী: প্রতি বছর। ****
Advertisement
বড় হয়ে ছাত্র যা হতে চায়
স্যার: তুমি বড় হয়ে কী করবে?ছাত্র: বিয়ে।স্যার: আমি জানতে চাইছি, বড় হয়ে তুমি কী হবে?ছাত্র: জামাই।স্যার: আরে আমি বলতে চাইছি, তুমি বড় হয়ে কী পেতে চাও?ছাত্র: বউ।স্যার: গাধা, তুমি বড় হয়ে মা-বাবার জন্য কী করবে?ছাত্র: বউ নিয়ে আসব।স্যার: গর্দভ, তোমার মা-বাবা তোমার কাছে কী চায়?ছাত্র: নাতি-নাতনি।স্যার: হায় ভগবান!… তোমার জীবনের লক্ষ্য কী?ছাত্র: বিয়ে।স্যার অজ্ঞান…।
কেএসকে/এমএস
Advertisement