সাহিত্য

তুমিও মনে রেখো এবং অন্যান্য

তুমিও মনে রেখো

Advertisement

হৃদয়ের সব আকুলতায় আমি এক স্বর্ণলতাতোমাকে বারবার জড়িয়ে রেখেছিউত্তাল সমুদ্রের ঢেউয়ে আঘাত হানলোঝড়-উত্তালে দুনিয়াজুড়ে তোলপাড় হলোকোথাও কেউ নেই বলে মানচিত্রে নকশা হলোতুমি চোখের জলে ফুল রেখে প্রেমের আকুলতায় মুখপানে চেয়েছিলে শতেকবারহাতের ভাঁজে হাত রেখে বললে;এই বিশ্বে আমি একাই তোমার জন্যে আছিআশ্বাসে বিশ্বাসে ঝড় নিমিষেই থেমে গেলোফুলে ফুলে পুরো ঘর শুকনো পাতার মতো ঝরে গেলোস্নেহের আবডালে তোমার স্পর্শে আনন্দ সঞ্চারিত হলোচোখেমুখে ভালোবাসার জ্বলজ্বলে তারার আলো জেগে উঠলোযেই রাত-দিন তুমিও মনে রেখো।

****

বারবার

Advertisement

তোমার চোখে কাটিয়ে দিলাম সারাবেলাউজ্জ্বল নক্ষত্র আলোর ঝলকানিতে আমাদের ঘর ভরে উঠলোবিষাদের ছায়ায় আলো সব নিভে গেলোভারী মেঘের নিচে ভীত শহরে বৃষ্টিতে ভিজে একাকারতুমি মুঠো শক্ত করে মায়ার বাঁধনে একাকারবারবার বলে উঠলো তোমার ঠোঁটসমস্ত বেদনায় আমি তোমার সঙ্গী হবো।

তোমার হাতের ভাঁজে হাত রেখে কাটিয়ে দিলাম মাইলের পর মাইলজানালার কাচে চাঁদের আলো উপচে ছিলহঠাৎ বেদনার অবিরত হাওয়ায় চাঁদের আলো ম্লান হয়ে গেলঅন্ধকারে একাকি ভীত হয়ে জড়োসড়ো আমিতুমি কাঁধ এলিয়ে বললে জীবনের সব পথে আমি আছিবারবার বলে উঠলো তোমার কণ্ঠস্বরদুঃখের ভিড়ে তোমাকে যেতে দেবো না।

****

মায়া

Advertisement

কত শত বেদনায় ভেসে যাবো বলে হাহাকারে বুক ভারী হয়ে ওঠেতুমি শুধু ভরসায় হাত রেখে যাওএকেক বার যুদ্ধ সৈনিকের মতো পাশে এসে দাঁড়াওআমি শুধু ভালোবাসায় তোমার মুখে ধ্যানের মতো ডুবে যাই।

কত অশ্রুপাতে চোখে পদ্ম ফুটে ওঠেতুমি আলীঙ্গনে কাছে টেনে নাওএকেক বার একেক বৈশিষ্ট্য ধারণ করোআমি মুগ্ধতায় তোমার মায়ায় ডুবে যাই।

এসইউ/জিকেএস