বিনোদন

প্রেম দিওয়ানা দাদী দিলারা জামান

বয়স তার ৮১। বার্ধক্যের সব প্রতিবন্ধকতা জয় করে অভিনয়ের আঙিনায় এখনো সরব কিংবদন্তি অভিনেত্রী দিলারা জামান। নাটক, সিনেমা ও ওটিটি; সব মাধ্যমেই কাজ করে যাচ্ছেন বৈচিত্র্যময় চরিত্রে। যে কোনো নির্মাণে তার উপস্থিতি দর্শকের জন্য বাড়তি প্রাপ্তি।

Advertisement

এবার একটি নাটকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করলেন তিনি। হাস্যরসের আড়ালে পারিবারিক সম্প্রীতির বার্তা দেওয়া সেই নাটকের নাম ‘প্রেম দিওয়ানা দাদী’। নাম ভূমিকাতেই দেখা যাবে অভিনেত্রীকে।

একুশে পদকপ্রাপ্ত গুণি এই অভিনেত্রীকে নিয়ে নাটকটি নির্মাণ করেছেন ফারুক আহম্মেদ রানা, পরিচালনা করেছেন কামরুজ্জামান পুতুল।

নাটকটিতে অভিনয় প্রসঙ্গে দিলারা জামান বলেন, ‘অনেকদিন আগে এই নাটকে অভিনয় করেছি। গল্পটা ঠিকঠাক পুরোপুরি মনে নেই। তবে এটুকু মনে আছে কমেডি ঘরানার একটি নাটক এটি। গল্পটা ভালো। দর্শকের জন্যই নানা রকম চরিত্রে কাজ করা। দর্শক উপভোগ করলেই তৃপ্তি পাই। আর আমি নাটকের পরিচালককে ধন্যবাদ দিতে চাই ভিন্ন ভাবনার গল্পটি নিয়ে নাটক করার জন্য। তিনি সিনিয়র একজন শিল্পীকে নিয়ে গল্প ভেবেছেন এটা আমার কাছে খুব ভালো লেগেছে।’

Advertisement

নাটকের আরও দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা আব্দুন নূর সজল ও এই প্রজন্মের নতুন প্রিয় মুখ জারা জয়া।

নাটকটি শিগগির প্রচারে আসবে বলে জানা গেছে।

এলএ/এএসএম

Advertisement