বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্রের (বিটাক) ১২০ জন নারী প্রশিক্ষণার্থীকে চাকরি দিয়েছে আরএফএল গ্রুপ। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বিটাক মিলনায়তনে ২৬তম ব্যাচের সনদপত্র ও নিয়োগপত্র বিতরণ অনুষ্ঠানে তাদের নিয়োগপত্র প্রদান করা হয়।এরআগে বিটাকের পরিচালক ড. সৈয়দ মো. ইহসানুল করিমের কাছে ১২০ জন নারী প্রশিক্ষণার্থীর নিয়োগপত্র হস্তান্তর করেন আরএফএল গ্রুপের মানব সম্পদ বিভাগের সিনিয়র ম্যানেজার জাবের আল রাহাত খান।এসময় এসইপিএ প্রকল্পের পরিচালক মো. ইকবাল হোসেন পাটোয়ারী, আরএফএল গ্রুপের মানব সম্পদ বিভাগের ডেপুটি ম্যানেজার মোহাম্মদ মনির হোসেনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।উল্লেখ্য, তিন মাসব্যাপী এই প্রশিক্ষণ কোর্সে ৩০০ জন নারী প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন এবং তাদের মধ্যে ১২০ জনকে আরএফএল এর বিভিন্ন কারখানায় নিয়োগ দেয়া হয়।এসইউ/এবিএস
Advertisement