বিনোদন

যুদ্ধবিরতির বার্তায় মঞ্চে আসছে দ্য ম্যান আউটসাইড

নাট্যদল অ্যাক্টোম্যানিয়ার প্রথম প্রযোজনা ‘হ্যামলেট মেশিন’। ২০২৩ সালের জানুয়ারিতে মঞ্চে এসেছিল নাটকটি। প্রায় দুই বছর বিরতি শেষে নতুন নাটক নিয়ে আসছে নাট্যদলটি। ১৮ ডিসেম্বর সন্ধ্যা ৭টায় মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে প্রদর্শিত হতে যাচ্ছে দ্বিতীয় প্রযোজনা ‘দ্য ম্যান আউটসাইড’।

Advertisement

জার্মান লেখক উলফগ্যাং বোরচার্টের লেখা ‘দ্য ম্যান আউটসাইড’ বাংলায় অনুবাদ করেছেন মামুন হক। নাটকটি নির্দেশনা দিয়েছেন তালহা জুবায়ের।

‘দ্য ম্যান আউটসাইড’ নাটকটি বেকমান নামের এক যুদ্ধফেরত সৈনিকের নিদারুণ হতাশার গল্প। যুদ্ধ শেষে সে মাতৃভূমিতে ফিরে আবিষ্কার করে, সেই চিরচেনা ভূমি আর মানুষজন সবই যেন তার অচেনা, যা তার মধ্যে ক্ষোভ ও হতাশা তৈরি করে। কেন প্রিয় শহর, প্রিয় মানুষের প্রতি তার এত ক্ষোভ? সে প্রশ্নই খোঁজা হয়েছে নাটকজুড়ে।

নাটকের নির্দেশক তালহা বলেন, ‘উলফগ্যাং বোরচার্ট মাত্র ২৭ বছর বয়সে মারা যান। এই একটিই নাটক তিনি লিখেছেন। ‘দ্য ম্যান আউটসাইড’ একটি যুদ্ধবিরোধী নাটক। পৃথিবীর যেকোনো যুদ্ধ আমাদের জন্য শোভনীয় নয়। আমরা যুদ্ধবিরতির বার্তা দিতে চেয়েছি এ নাটকের মাধ্যমে।’

Advertisement

এতে অভিনয় করছেন সায়েম সিজান, নওরীন সাজ্জাদ, ফকির বিপ্লব, কামরুজ্জামান তাপু, সাগর বড়ুয়া, অর্ঘমিত্র তরফদার, মার্শিয়া শাওন, নাবিলা আশেক, মার্টিন সাহা, মারজুক, পারিশা মেহজাবিন, জেরিন স্বপ্না, মঈনুল বাপ্পি, আসিল আমিন প্রমুখ।

এলএ/জেআইএম