বিনোদন

দুর্ঘটনা থেকে প্রেমের নায়িকা সোনাল

ভারতের অভিনেত্রী সোনাল সেহগাল। তিনি হলিউডের নতুন একটি সিনেমায় অভিনয় করেছেন। ‘দ্য গ্রেট ডিপারচার’ নামের সিনেমাটি মুক্তির জন্য প্রস্তুত। ছবিটি পরিচালনা করেছেন পিয়েরে ফিলমঁ।

Advertisement

এটি তৈরি হচ্ছে কেভিআর প্রোডাকশন্সের অধীনে। ছবির শুটিং ভারতে হয়েছে এবং বর্তমানে এটি সম্পাদনার পর্যায়ে রয়েছে।

সোনাল ছবিটির স্ক্রিপ্টও লিখেছিলেন লকডাউন সময়কালে। এর প্রাথমিক নাম ছিল ‘ট্রাভেলার্স’। পরে নাম পরিবর্তন করা হয়।

সিনেমাটিতে একটি যুগলের গল্প তুলে ধরা হয়েছে যারা কাশীতে যাওয়ার জন্য বের হয়। একটি দুর্ঘটনা তাদের সম্পর্কে ঘনিষ্টতা তৈরি করে। অবশেষে প্রেমে পড়ে যায়। সম্পূর্ণ বিপরীত সমাজ ও পরিবারের দুটি মানুষ কাছাকাছি এসে সম্পর্কে জড়িয়ে যাওয়ার গল্পের ছবিটি সমাজে পিতৃতন্ত্রের সমস্যাগুলোকে দর্শকের সামনে নিয়ে আসবে।

Advertisement

সোনাল বলেন, ‘একটি সমাজে নারীর বেড়ে ওঠা সহও হওয়ার কথা ছিল। কিন্তু দেখা যায় নারীকে অনেক কঠোর শাসনের মধ্যে বেড়ে উঠে বেঁচে থাকতে হয়। আমি আমার শৈশব ও কৈশোরে প্রায়ই অনুভব করতাম পরিবার এবং সমাজের মধ্যে দ্বন্দ্ব আছে। সেই অনুভূতিগুলো প্রকাশ করার জন্য এই সিনেমাটিকে বেছে নিয়েছিলাম।’

ছবিতে সোনালের সহ-অভিনেতা হিসেবে দেখা যাবে অস্ট্রেলিয়ান অভিনেতা জাভিয়ের স্যামুয়েলকে। তিনিও ছবিটির প্রশংসা করে বলেন, ‘এই ছবিতে হৃদয়গ্রাহি গল্প রয়েছে। কিভাবে দুই ভিন্ন পৃথিবী থেকে আসা মানুষ একত্রিত হয়ে প্রেমে পড়তে পারে- খুব চমৎকারভাবে সেটি এখানে তুলে ধরা হয়েছে।’

খুব দ্রুতই সিনেমাটির মুক্তির তারিখ ঘোষণা করা হবে।

এলএ/এএসএম

Advertisement