সোশ্যাল মিডিয়া

শ্রীজাতের কবিতার জবাবে নেটদুনিয়ায় প্রতিবাদ

ভারতের পতাকা পদদলিত করার ইস্যুতে কলকাতার কবি শ্রীজাত ‘পতাকা’ শিরোনামে একটি কবিতা লিখেছেন সোশ্যাল মিডিয়ায়। সেখানে বাংলাদেশের স্বাধীনতা নিয়ে কটূক্তি করেছেন তিনি। তারই জবাবে বাংলাদেশের কবিরাও প্রতিবাদ জানিয়েছেন। কবিতার জবাব কবিতার মাধ্যমে দিয়েছেন। অনেকেই আবার ফেসবুকে পোস্ট দিয়েছেন।

Advertisement

কবি মারুফ রায়হান লিখেছেন, ‘শ্রীজাতের নাম আজ দুঃখভরে দিলাম কুজাত।/ ভেতরে বিদ্বেষ এত, ছিঃ কী দম্ভ; অন্তর দিন ঝাঁট। কী লিখেছেন কবি শ্রীজাত, পড়ুন নিচের দুটি লাইন: নামেই স্বাধীন তুমি। চেতনায় আজও পরাধীন।/ যে-পতাকা পিষে যাচ্ছ, তারই নীচে ছিলে একদিন।’

কবি ও প্রকাশক খালেদ রাহী লিখেছেন, ‘এটা তো প্রতিবাদের ভাষা না, গুন্ডামির ভাষা! কে আপনি? যা হয়েছে তার জন্য বাংলাদেশি হিসেবে আমি লজ্জিত; তাই বলে এরকম কবিতা? মেনে নিতে পারলাম না!’

মুহাম্মদ শামীম লিখেছেন, ‘সমসাময়িককালে বাংলা ভাষার অন্যতম শ্রেষ্ঠ কবি শ্রীজাত বন্দোপাধ্যায়ের লেখা ‘পতাকা’ কবিতা। সম্প্রতি ‘ইসকন’ গুরু চিন্ময়কে আটক করায় বাংলাদেশ এবং ভারতের মধ্যকার চলমান টানাপোড়েনের প্রেক্ষাপটে কবিতাটি লেখা।

Advertisement

আরও পড়ুন অবিলম্বে চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি চাইলেন ফরহাদ মজহার সোশ্যাল মিডিয়ায় মাহাথির মোহাম্মদের মৃত্যুর গুজব

একটা দেশের মনোভাব বুঝতে পারার বড় উপলক্ষ হতে পারে ওই দেশের বুদ্ধিজীবীদের ভাষা, মনোভাব। ‘ইসকন’ এখন একটা দেশ হয়ে গেছে।

‘নামেই স্বাধীন তুমি’ বলে তিনি কী বোঝাতে চাইলেন, সেটা জানার খুব ইচ্ছে। এসব বিষয় নিয়ে সাধারণত কিছু লিখি না, তবে আজ না লিখে পারছি না। আপনার এসব চিন্তাভাবনাকে জাস্ট আমি...। সবার আগে আমার দেশ, দেশের প্রশ্নে আপোস নয়।’

কবি অভ্র আরিফ লিখেছেন, ‘ভারতীয় কবি শ্রীজাত এবং আমাদের সাইয়েদ জামিলের কবিতাযুদ্ধ উপভোগ করুন।’

শাহরিয়া দীনা লিখেছেন, ‘পড়লাম। যা বুঝলাম, বড় ভাইও ঠিক না প্রভু ভেবে বসেছিল এরা এতদিন।’

Advertisement

এসইউ/এএসএম