রাজধানীর সায়েন্সল্যাবে ঢাকা ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে আড়াই ঘণ্টা ধরে সংঘর্ষ চলছে। বুধবার (২০ নভেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে টিয়ারশেল নিক্ষেপ করে দুপক্ষকে ছত্রভঙ্গ করে দিলেও পরিস্থিতি এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। ফলে সায়েন্সল্যাব মোড়ের আশপাশের সড়কে এখনো যান চলাচল স্বাভাবিক হয়নি।
Advertisement
এদিকে, পুলিশের টিয়ারশেলে সিটি কলেজের শিক্ষার্থীরা কলেজের ভেতরে ঢুকে পড়েন। ছত্রভঙ্গ হয়ে পড়েন ঢাকা কলেজের শিক্ষার্থীরাও। কিছুক্ষণের মধ্যে ঢাকা কলেজের কিছু শিক্ষার্থী সিটি কলেজে প্রধান ফটকে এসে ভাঙচুর শুরু করেন। নিচ থেকে সিটি কলেজের ভবন লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে শুরু করেন।
ক্ষুব্ধ হয়ে ভবনের ভেতরে আটকাপড়া সিটি কলেজ শিক্ষার্থীরা ওপর থেকে বৃষ্টির মতো ইটপাটকেল ছুড়ছেন। এতে কলেজটির সামনে থাকা পুলিশ, সেনাবাহিনীর সদস্য, গণমাধ্যমকর্মী, অভিভাবক ও উৎসুক অনেকে আহত হয়েছেন। এসময় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা কলেজের ভেতরে ঢুকতে চাইলেও শিক্ষার্থীরা তাদের প্রবেশ করতে দেননি।
আরও পড়ুন টিয়ারশেলে পিছু হটলেও এখনো মুখোমুখি ঢাকা-সিটি কলেজ শিক্ষার্থীরা দুই ঘণ্টায়ও থামেনি শিক্ষার্থীদের সংঘর্ষ, চলছে ধাওয়া-পাল্টাধাওয়াঅন্যদিকে কলেজের ভেতরে আটকাপড়া অনেক শিক্ষার্থীর বাবা-মা উদ্বিগ্ন হয়ে সিটি কলেজের সামনে অবস্থান নিয়েছেন। তারা সন্তানকে নিতে এসেছেন। অনেকের সন্তান ভেতরে সুস্থ আছেন জানালেও অনেকে তাদের সন্তানের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না বলেও জানিয়েছেন।
Advertisement
সন্ধ্যা সোয়া ৫টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ঢাকা কলেজের শিক্ষার্থীরা আশপাশে খণ্ড খণ্ড হয়ে জড়ো হচ্ছেন। অন্যদিকে কলেজের ভেতরে অবস্থান নিয়েছেন সিটি কলেজের শিক্ষার্থীরা। তারা ভবনের বিভিন্ন জায়গায় অবস্থান নিয়ে জানালা ও করিডোর দিয়ে ইটপাটকেল ছুড়ছেন।
বাসে হামলা ও ভাঙচুরের ঘটনা কেন্দ্র করে দুপুর আড়াইটার দিকে সংঘর্ষ শুরু হয়। ঢাকা কলেজ শিক্ষার্থীদের অভিযোগ, সায়েন্সল্যাব মোড়ে সিটি কলেজ শিক্ষার্থীরা তাদের কলেজের বাসে হামলা ও ভাঙচুর চালিয়েছেন। অন্যদিকে সিটি কলেজের শিক্ষার্থীরা অভিযোগ অস্বীকার করে দাবি করছেন, ঢাকা কলেজ শিক্ষার্থীরা তাদের কলেজে ঢুকে অতর্কিত হামলা চালিয়েছেন।
এএএইচ/এমএএইচ/জিকেএস
Advertisement