আর্থিক লেনদেনসহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগের সুস্পষ্ট প্রমাণ পাওয়ায় নওগাঁর বদলগাছী উপজেলা বিএনপির সহ-যুববিষয়ক সম্পাদক বেলাল হোসেন সৌখিনকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
Advertisement
সোমবার (১৮ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সই করা এক বিজ্ঞপ্তিতে তাকে দলীয় প্রাথমিক পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়।
এর আগে গত ৭ নভেম্বর ‘মামলা দিয়ে আসামির কাছে লাখ টাকা চাঁদা চাইলেন বিএনপি নেতা’ শিরোনামে জাগো নিউজে প্রতিবেদন প্রকাশিত হয়। পরে ৮ নভেম্বর সৌখিনকে কারণ দর্শানোর নোটিশ দেন জেলা বিএনপির সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ।
গত ৬ নভেম্বর নওগাঁর বদলগাছী উপজেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শামসুল আলম খান ও উপজেলা বিএনপির সহ-যুববিষয়ক সম্পাদক বেলাল হোসেন সৌখিনের ১ মিনিট ৪৩ সেকেন্ডের একটি কল রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। সেখানে তাকে আসামির কাছে লাখ টাকা চাঁদা দাবি করতে শোনা যায়।
Advertisement
এর আগের দিন ককটেল বিস্ফোরণের অভিযোগ এনে আওয়ামী লীগ নেতা শামসুল আলম খানসহ ৪০ জনের বিরুদ্ধে থানায় মামলা করেন বিএনপি নেতা বেলাল হোসেন সৌখিন।
আরমান হোসেন রুমন/এসআর/জিকেএস