ক্যাম্পাস

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ‘ফ্যাসিবাদের কফিন মিছিল’

আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ ফ্যাসিবাদী শক্তি ও তাদের রাজনৈতিক অপতৎপরতা নিষিদ্ধের দাবিতে ‘ফ্যাসিবাদের কফিন মিছিল’ করেছে ছাত্র-জনতা।

Advertisement

বুধবার (২০ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি থেকে বিক্ষোভ মিছিল করে সংগঠনটি। টিএসসি থেকে শুরু হয়ে মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এর আগে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। এ সময় ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেন, আমরা প্রশ্ন করতে চাই উপদেষ্টা নিয়োগ হচ্ছে কীভাবে। কোন ক্যাটাগরিতে নিয়োগ হচ্ছে সেগুলো পরিষ্কার করতে হবে। আসিফ মাহমুদ বলেছেন ‘বিদেশি দূতাবাসগুলো আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে বাঁধা সৃষ্টি করছে’। আমরা বলতে চাই, আসিফ মাহমুদ, নাহিদ ইসলাম আপনারা মৃত্যুর পরোয়া করেন না। আপনারা ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে উপদেষ্টা হয়েছেন। আপনারা ঠিকঠাকভাবে কাজ করুন, আপনাদের অন্তর্বর্তী সরকারকে সফল করতে আমরা আবারও জীবন দিতে প্রস্তুত।

তিনি বলেন, এখনো যারা চাচ্ছেন আওয়ামী লীগ ফিরে আসুক তারা আসলে কি চান এটা বের করতে হবে। প্রধান উপদেষ্টা যদি মনে করেন আওয়ামী লীগকে ফিরিয়ে আনবেন তাহলে একটা গণভোটের আয়োজন করেন। দেখেন মানুষ কি চায়। আরও একটি বিষয় করেন, যারা আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে চায় তাদেরও দেশের মানুষ চায় কী না সেটার বিষয়েও মানুষের কাছে জানতে চান। এই দেশের মানুষ আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ ফ্যাসিবাদের দোসরদের এই বাংলার মাটিতে আর দেখতে চায় না।

Advertisement

এমএইচএ/এমআরএম/এএসএম