জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইনস্টিটিউটে (নিটার) ‘সহযোগী অধ্যাপক’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২৮ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
Advertisement
প্রতিষ্ঠানের নাম: জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইনস্টিটিউট (নিটার)
পদের নাম: সহযোগী অধ্যাপকপদসংখ্যা: ০৫ জনশিক্ষাগত যোগ্যতা: পিএইচডি/সমমান ডিগ্রীসহ বিএসসি/স্নাতক এবং এমএসসি/স্নাতকোত্তর। বিএসসি/স্নাতক এবং এমএসসি/স্নাতকোত্তর পরীক্ষায় সিজিপিএ ৪ এর মধ্যে ৩.২৫ থাকতে হবে। এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫ এর মধ্যে ৪.৫০ থাকতে হবে। স্বীকৃত জার্নালে কমপক্ষে ৩টি গবেষণা নিবন্ধ থাকতে হবে।অভিজ্ঞতা: পিএইচডি/সমমান ডিগ্রীধারীদের ০৭ বছর। এমফিল/স্নাতকোত্তর ডিগ্রীধারীদের ১২ বছর।বেতন: এনজি-২
আরও পড়ুন সেনাবাহিনীর সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি, ১৭ বছর হলেই আবেদন নৌবাহিনীতে কমিশন্ড অফিসার নিয়োগ, ৩০ বছরেও আবেদনের সুযোগ ৪৮১ জনকে নিয়োগ দেবে পল্লী বিদ্যুতায়ন বোর্ডচাকরির ধরন: ফুল টাইমপ্রার্থীর ধরন: নারী-পুরুষবয়স: নির্ধারিত নয়কর্মস্থল: ঢাকা (সাভার, নয়ারহাট)
Advertisement
আবেদনপত্র সংগ্রহ: আগ্রহীরা niter.edu.bd/career এর মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন।
আবেদনের ঠিকানা: সহ পরিচালক, নিটার, নয়ারহাট, সাভার, ঢাকা-১৩৫০।
আরও পড়ুন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে ১৯০ জনের নিয়োগ, ঘরে বসেই আবেদন ১২০ জনকে নিয়োগ দেবে যুব উন্নয়ন অধিদপ্তর, আবেদন ফি ২২৩ টাকা ৬০ জনকে নিয়োগ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, এসএসসি পাসেও আবেদনআবেদন ফি: ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিচার্জ (নিটার) এর অনুকূলে যে কোনো তফসিলি ব্যাংকে ৫০০ টাকার পে-অর্ডার করতে হবে। আবেদনপত্রের সঙ্গে পে-অর্ডারের রশিদ পাঠাতে হবে।
আবেদনের শেষ সময়: ২৮ নভেম্বর ২০২৪
Advertisement
সূত্র: বিডিজবস ডটকম
এমআইএইচ/এএসএম