সার বিক্রির ভাউচার না দেওয়া ও স্টকে গরমিল পাওয়ায় মেহেরপুরের দুই সার ডিলারকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (১৯ নভেম্বর) সদর উপজেলার বামনপাড়া ও বড়বাজার এলাকায় অভিযান চালানো হয়।
Advertisement
দুটি প্রতিষ্ঠানের কাছ থেকে এক লাখ ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একই সঙ্গে তাদের সতর্ক করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মেহেরপুর কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ জানান, বামনপাড়া মেসার্স মনিরুল অ্যান্ড ব্রাদার্স নামক বিএডিসি সার ডিলার প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এসময় ক্রেতাদের কাছে সার বিক্রির ভাউচার না দেওয়া, বিক্রয় রশিদ ও স্টকের গরমিল পাওয়া যায়। এছাড়া সার ক্রয় বিক্রয়ের পাকা রশিদ না রাখার অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মাসুদ পারভেজকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অপরদিকে বড়বাজার এলাকায় মেসার্স গিয়াস উদ্দিন অ্যান্ড সন্স নামক বিসিআইসি সারের ডিলার প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এসময় চড়া দামে সার বিক্রির প্রমাণ পাওয়া ছাড়াও সার ক্রয় বিক্রয়ের পাকা রশিদ না রাখার অপরাধে প্রতিষ্ঠানটির মালিক সাঈদ আহম্মেদকে এক লাখ টাকা টাকা জরিমানা করা হয়।
Advertisement
অভিযানে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদ, স্যানিটারি ইন্সপেক্টর তারিকুল ইসলাম, ছাত্র প্রতিনিধি তামিম খান ও মেহেরপুর জেলা পুলিশের একটি টিম। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
আসিফ ইকবাল/আরএইচ/এমএস