দেশজুড়ে

মায়ার বাড়িতে আগুন দেওয়ায় মামলা, গ্রেফতার ৬

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার বাড়িতে ভাংচুর, লুটপাট ও আগুনের মামলা হয়েছে। মামলায় ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে সিনিয়র সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) খায়রুল কবির চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন। গ্রেফতাররা হলেন-মোহনপুরের আবুল সকারের ছেলে আরজু সরকার (৪০), সালামত প্রধানের ছেলে জুয়েল প্রধান (৩৭), মো. কামালের ছেলে নবীর হোসেন (২৫), কাজী সালাউদ্দিন জুয়েলের ছেলে সিফাত (২৫), আরিফ উল্লাহর ছেলে মো. আলমগীর সরকার (৩৭) ও মো. জীবন সরকার (২৮)।

পুলিশ জানায়, মায়া চৌধুরীর বাড়িতে ভাংচুর, লুটপাট ও আগুনের ঘটনায় মতলব উত্তর থানায় মোহনপুরের মাখন খালাসীর ছেলে শিপন খালাসী বাদী হয়ে সোমবার (১৮ নভেম্বর) ঘটনায় মোহনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী মিজানুর রহমাসহ ৪১ জন এজহার নামী এবং অজ্ঞাতনামা আরও ৭০ থেকে ৮০ জনকে আসামি করে মামলা (মামলা নম্বর ২৫) করেন।

এর আগে শনিবার (১৬ নভেম্বর) রাতে মতলব উত্তর উপজেলার মোহনপুর মায়া চৌধুরীর বাড়ির দুটি ভবনে ভাংচুর, লুটপাট ও আগুনের ঘটনা ঘটে। ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিস।

Advertisement

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক বলেন, গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে। অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।

শরীফুল ইসলাম/এএইচ/জেআইএম