সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে আবারও সড়কে অবস্থান ও রেলপথ অবরোধ করেছে শিক্ষার্থীরা। এতে ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
Advertisement
সোমবার (১৮ নভেম্বর) বেলা ১১টার পর রেল যোগাযোগ বন্ধ হয়।
আরও পড়ুন তিতুমীরের শিক্ষার্থীদের বিক্ষোভে ঢাকাজুড়ে তীব্র যানজট মহাখালীতে ট্রেনে ইট ছুড়ছেন শিক্ষার্থীরা, রক্তাক্ত শিশুসহ অনেকেবিষয়টি নিশ্চিত করে ঢাকা রেলওয়ে স্টেশন মাস্টার মো. আনোয়ার হোসেন জাগো নিউজকে বলেন, মহাখালীতে রেলপথ অবরোধের কারণে ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। অবরোধ তুলে নেওয়া না পর্যন্ত রেল যোগাযোগ চালু করা সম্ভব হবে না।
এর আগে বেলা ১১টার দিকে শিক্ষার্থীরা মহাখালী রেললাইনের ওপর অবস্থান নেন। এতে রেল ও সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
Advertisement
এনএস/এসআইটি/এএসএম