সাহিত্য

ওয়ালিদ জামানের কবিতা: মনের শহর

ইটের শহর হৃদয় খানি পোড়ায়,সে দহন খুব অল্প ব্যথায় জুড়ায়।রাত গভীরে যখন পোড়াও তুমি,মনের শহর তখন শূন্য মরুভূমি!

Advertisement

বৃষ্টি ভারী রাত্রি শেষে ফুরায়,সময় গেলে দুঃখরা সব হারায়।থাকবে পাশে বলে হারাও যখন তুমি,মনের শহর তখন শূন্য মরুভূমি!

শেষ রোদ্দুর সন্ধ্যে যখন নামায়,পায়নি বলে আর্তনাদও থামায়।আর হবে না বলে ফেরাও যখন তুমি,মনের শহর তখন শূন্য মরুভূমি!

দমকা হাওয়া যেমন ভীতি ছড়ায়,দুমড়ে হৃদয় থমকে হঠাৎ দাঁড়ায়।ভুলে যেও বলে যখন হৃদয় ভাঙো তুমি,মনের শহর তখন শূন্য মরুভূমি!

Advertisement

এসইউ/এএসএম