বিনোদন

রুনা লায়লার কাছ থেকে পাওয়া আঁখির সেরা উপহার

খ্যাতিমান কণ্ঠশিল্পী রুনা লায়লার জন্মদিন ছিল কাল। অনুরাগীদের পাশাপাশি বিভিন্ন প্রজন্মের সংগীতশিল্পীরা তার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন সামাজিক মিডিয়ায়। কেউ কেউ তার সঙ্গে ছবিও পোস্ট করেছেন। রুনা লায়লার নিবিড় সান্নিধ্য পেয়েছেন জনপ্রিয় শিল্পী আঁখি আলমগীরও। এমনকি অগ্রজ শিল্পীর কাছ থেকে পেয়েছেন মূল্যবান উপহারও।

Advertisement

আঁখি আলমগীর নায়ক আলমগীরের প্রথম স্ত্রীর মেয়ে। নায়কের দ্বিতীয় স্ত্রী রুনা লায়লাকে তিনি আন্টি সম্বোধন করেন। দুজনার সম্পর্ক অত্যন্ত নিবিড়। রুনার জন্মদিনে তিনি হাজির হন তার মোহাম্মদপুরের বাড়িতে। ঘরোয়া সে আয়োজনে অংশ নেওয়ার আগে জাগো নিউজকে আঁখি জানান আন্টির কাছ থেকে পাওয়া উপহার ও স্মৃতির কথা। তিনি বলেন, ‘আন্টিকে নিয়ে আমার অসংখ্য স্মৃতি রয়েছে। দেশে-বিদেশে অনেক অনুষ্ঠানে তার সঙ্গে অংশ নিয়েছি। তার সঙ্গে সেরা স্মৃতিটি হচ্ছে, তার সুরে গান গাওয়া। আর সেটি তিনি আমার অনুরোধেই করেছিলেন। আমার ওই গানটির মাধ্যমেই আন্টি প্রথম সুর করেন। ওই গানটির জন্য আমি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাই। এর চেয়ে আর বড় উপহার আমার জীবনে আর কিছু নেই।’

আঁখি আলমগীর আরও বলেন, ‘গানটির গীতিকার গাজী মাজহারুল আনোয়ার। “গল্প কথার ওই কল্পলোকে জানি একদিন চলে যাব”, এ রকম কথার ওই গানটি আমার গাওয়া সেরা গান বলে আমি মনে করি।’

আঁখি আলমগীর ১৯৮৪ সালে আমজাদ হোসেন নির্মিত ‘ভাত দে’ সিনেমায় অভিনয় করেন। এতে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ শিশুশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি। আঁখি প্রথম চলচ্চিত্রে গান করেন ‘বিদ্রোহী বধূ’ সিনেমায়। ১৯৯৭ সালে তার প্রথম গানের অ্যালবাম ‘প্রথম কলি’ প্রকাশিত হয়। পরের বছর তার সাড়া জাগানো ‘বিষের কাঁটা’ অ্যালবামটি প্রকাশিত হয়।

Advertisement

এমএমএফ/আরএমডি/এএসএম