চতুর্থ টি-টোয়েন্টিতে দুই ইনিংস মিলিয়ে ৩২টি ছক্কা দেখেছিলেন সেইন্ট লুসিয়ার ড্যারেন স্যামি স্টেডিয়ামের দর্শকরা। সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতেও এমন বিনোদন খুঁজেছিলেন তারা। তা আর হলো কই? বৃষ্টি তো সবই বরবাদ করে দিলো। এই ম্যাচে দর্শকরা খেলা দেখতে পেরেছে কেবল ৫ ওভার। বাকি খেলা খেলেছে সেইন্ট লুসিয়ার ভারী বৃষ্টি।
Advertisement
এই ভেন্যুতেই আগের ম্যাচে ইংল্যান্ডের ২১৮ রান টপকে ফেলেছিল ওয়েস্ট ইন্ডিজ। এটি ছিল ঘরের মাঠে রান তাড়ায় ক্যারিবিয়ানদের সর্বোচ্চ জয়। এতে কেবল সিরিজের ব্যবধানটাই (৩-১) কমাতে পেরেছে স্বাগতিকরা। তার আগেই ৩-০ ব্যবধানে সিরিজ নিশ্চিত করেছিল ইংলিশরা। শেষ ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় সিরিজ শেষ হয় ৩-১ ব্যবধানেই।
বৃষ্টি শুরুর আগে টস হেরে ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। ৫ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৪৪ রান করে তারা। ২০ বলে ২৯ রান করেন এভিন লুইস। ১০ বলে ১৪ রানে উইকেটে ছিলেন শাই হোপ।
এই সিরিজের সেরা ক্রিকেটার নির্বাচিত হন ইংল্যান্ডের ডানহাতি পেসার সাকিব মাহমুদ। মোট ৯ উইকেট শিকার করেন তিনি।
Advertisement
সর্বোচ্চ রান সংগ্রাহক ফিল সল্ট। এক সেঞ্চুরি ও এক ফিফটিতে মোট ১৬২ রান করেন ইংলিশ ওপেনার। দ্বিতীয় সর্বোচ্চ ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রোভম্যান পাওয়েল করেন ১৫৩ রান। আরেক ইংলিশ ব্যাটার জ্যাকব বেথেল করেন ১২৭ রান।
এমএইচ/এএসএম