দেশজুড়ে

ডিম ভাজিতে লবণ বেশি হওয়ায় থাপ্পড়, নববধূর মরদেহ নিয়ে ধোঁয়াশা

ময়মনসিংহের গৌরীপুরে জান্নাতুল ফেরদৌস (১৯) নামের এক নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পর স্বামীসহ পরিবারের লোকজন পালিয়েছেন।

Advertisement

মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে উপজেলার কলতাপাড়া এলাকায় স্বামীর বাড়ির নিজ ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত জান্নাতুল ফেরদৌস জেলার সদর উপজেলার চর নিলক্ষীয়া ইউনিয়নের মহজমপুর এলাকার আব্দুল লতিফের মেয়ে।

গৌরীপুর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল মালেক জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ১২ সেপ্টেম্বর জান্নাতুল ফেরদৌসের সঙ্গে কলতাপাড়া এলাকার আব্দুল লতিফের ছেলে বিপুল মিয়ার পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকে শ্বশুরবাড়ির লেকজনের সঙ্গে ছোটখাটো বিষয় নিয়ে কলহ লেগেই থাকতো। ঘটনার দিন সকালে স্বামী বিপুল মিয়াকে ডিম ভেজে ভাত খেতে দেন জান্নাতুল ফেরদৌস। খাওয়ার সময় ডিমে লবণ বেশি হওয়া নিয়ে স্বামী-স্ত্রীর মাঝে ঝগড়া হয়। একপর্যায়ে জান্নাতুল ফেরদৌসকে থাপ্পড় মারেন বিপুল মিয়া। পরে জান্নাতুল নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।

তবে নিহতের প্রতিবেশী ফারুক মিয়ার দাবি, জান্নাতুলের স্বামী মাদকাসক্ত। তুচ্ছ ঘটনায় তাকে থাপ্পড় মারেন। এতে ঘটনাস্থলেই মারা যান জান্নাতুল। পরে স্বামীসহ তার বাড়ির লোকজন গলায় ওড়না পেঁচিয়ে ঝুলিয়ে রাখেন।

তিনি আরও বলেন, নিহতের গালে থাপ্পড়ের চিহ্ন রয়েছে। আমরা এ ঘটনায় হত্যা মামলার আবেদন করবো। থানায় মামলা না নিলে আদালতে মামলা করবো।

গৌরীপুর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল মালেক বলেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। গলায় ফাঁস ও গালে থাপ্পড়ের চিহ্ন রয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।

Advertisement

মঞ্জুরুলইসলাম/এসআর/এমএস