দেশজুড়ে

লালন শাহ সেতুতে মোটরসাইকেল প্রতিযোগিতা, প্রাণ গেলো তরুণের

লালন শাহ সেতুতে মোটরসাইকেল প্রতিযোগিতা করার সময় ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে মোহাম্মদ অভি (২৩) নামের একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরেক মোটরসাইকেলের চালক তাইজুল ইসলাম রাব্বি (২৩)। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

Advertisement

মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে পদ্মা নদীর লালনশাহ সেতুর দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত অভি পাবনার ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের বাবলচাড়া সেন্টারপাড়া গ্রামের সুজন সরদারের ছেলে।

আহত রাব্বি একই ইউনিয়নের ছিলিমপুর গ্রামের নুরুল কন্ট্রাক্টরের ছেলে। তিনি ঈশ্বরদী সরকারি কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।

Advertisement

স্থানীয়রা জানান, অভি ও রাব্বি সম্পর্কে মামা-ভাগনে। দুজন দুই মোটরসাইকেল নিয়ে বেড়াতে বের হন। এরপর তারা পাকশী লালন শাহ সেতুর ওপর উঠে দ্রুতগতিতে প্রতিযোগিতা শুরু করেন। একপর্যায়ে ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে তারা মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন। স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অভিকে মৃত ঘোষণা করেন। প্রাথমিক চিকিৎসা শেষে আহত রাব্বিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) এবিএম মনিরুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনার খবর শুনেছি। তবে ঘটনাস্থল লালন শাহ সেতুর পশ্চিমাংশ কুষ্টিয়া হাইওয়ে পুলিশের অধীন। বিস্তারিত তারা জানাতে পারবেন।

শেখ মহসীন/এসআর/জেআইএম

Advertisement