যশোরের খোলাডাঙ্গা এলাকায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে এক ব্যবসায়ী খুন হয়েছেন। সোমবার (৪ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
Advertisement
নিহত আমিনুল ইসলাম সজল (৪৪) একজন স্যানিটারি ব্যবসায়ী। তিনি স্থানীয় গাজীর বাজার ইউনিট জামায়াতের সভাপতি ছিলেন।
স্থানীয় ও হাসপাতাল সূত্র জানায়, খোলাডাঙ্গা এলাকায় আমিনুল ইসলামের একটি স্যানিটারি দোকান রয়েছে। সোমবার সন্ধ্যায় তিনি সার গোডাউনের পেছনের সড়ক দিয়ে বাড়ি ফিরছিলেন। এসময় একদল সন্ত্রাসী তার গতিরোধ করে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে তাকে ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
যশোর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এ কে এম সুজাত হোসেন জানান, মৃতের শরীরে কমপক্ষে ১০টি স্থানে ছুরিকাঘাত করা হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়।
Advertisement
যশোর জেলা জামায়াতের প্রচার সম্পাদক অধ্যাপক শাহাবুদ্দিন জানান, নিহত আমিনুল ইসলাম সজল খোলাডাঙ্গা এলাকার গাজীর বাজার ইউনিট জামায়াতের সভাপতি ছিলেন।
স্থানীয় সূত্র জানিয়েছে, খোলাডাঙ্গা রেললাইনের পাশের একটি জমি নিয়ে স্থানীয় সন্ত্রাসী খোড়া কামরুলের সঙ্গে তার বিরোধ ছিল। এই জমি নিয়ে বিরোধের জের ধরে তাকে দুর্বৃত্তরা হত্যা করতে পারে।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, হত্যাকাণ্ডের খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ ও ডিবির একটি টিম আসামিদের আটকে অভিযান শুরু করেছে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, জমি নিয়ে বিরোধে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে। তবে পুলিশ বিভিন্ন বিষয় থেকে তদন্ত শুরু করেছে।
মিলন রহমান/জেডএইচ/জিকেএস
Advertisement