হলিউডের সংগীতশিল্পী কার্ডি বি। তিনি আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে কমলা হ্যারিসকে সমর্থন দিয়েছেন। তার প্রচারণায়ও যুক্ত আছেন তিনি। শুক্রবার উইসকনসিনে প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসের সমর্থনে একটি আবেগপ্রবণ বক্তৃতা দিয়েছেন গ্র্যামি বিজয়ী এই র্যাপার।
Advertisement
তিনি বলেন, ‘যখন আমরা ভোট দেব, আমরা জিতব’। কনসার্ট ইভেন্টে উপস্থিত ছিলেন গ্লোরিলা, এমসি লাইট, আইজলে ব্রাদার্স, ফ্লো মিলিসহ অনেকে। ছিলেন কমলা নিজেও।
সেই আয়োজনে নিজেকে কমলা হ্যারিসের অবহেলিত বলে দাবি করেন কার্ডি। তিনি বলেন, “কমলা হ্যারিসের মতো, আমিও একজন ‘আন্ডারডগ’। আমি অবহেলিত হয়েছি। আমার সাফল্য তুচ্ছ এবং অবজ্ঞা করা হয়েছে। নারীদের দশগুণ বেশি কাজ করতে হয়, দশগুণ ভালো করতে হয়, তবুও মানুষ আমাদের সফলতার কারণ নিয়ে প্রশ্ন করে।”
কার্ডি আরও বলেন, তিনি প্রথমে এ বছর ভোট দেওয়ার পরিকল্পনা করেননি। কিন্তু হ্যারিস যখন নির্বাচনে যোগ দেন তখন তার মন পরিবর্তন হয়। বাইডেন প্রশাসনের বিরুদ্ধে সমালোচনা করে, তিনি বলেছিলেন যে তিনি ভোট দেবেন না। তবে হ্যারিসের মূল্যবৃদ্ধি প্রতিরোধের অর্থনৈতিক পরিকল্পনা এবং নাগরিকদের যারা প্রথমবারের মতো বাড়ি কিনবেন তাদের সাহায্যের প্রস্তাবের প্রশংসা করেন।
Advertisement
কার্ডি যোগ করেন, ‘হ্যারিস অনেক কিছু প্রতিশ্রুতি দিচ্ছেন এবং আমি তার ওপর বিশ্বাস করি।’
র্যালির সময় কার্ডি বলেন, ‘সম্পূর্ণরূপে আমার মন পরিবর্তন করেছেন। আমি কোনো প্রার্থীর ওপর বিশ্বাস রাখতাম না যতক্ষণ না তিনি নির্বাচনে আসেন এবং যেসব বিষয় আমি শুনতে চাই, সেগুলো বলেন। তিনি যা বলছেন আমি তা এই দেশে দেখতে চাই। তিনি আবেগপূর্ণ, তিনি সহানুভূতিশীল, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনি অবাস্তব নন। এজন্য আমি তাকে বেছে নিয়েছি।’
এসময় কার্ডি সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘ডনি ডাম্প’ উল্লেখ করে তার সমালোচনা করেন।
এলএ/জেআইএম
Advertisement