সাহিত্য

সুবীর সরকারের পাঁচটি কবিতা

চশমাভাঁজ করা চশমা। চশমা কি নির্জন হতে জানে! আদতে আগ্রাসন,যেভাবে লোকদেবতা নাগরিক হয়ে               ওঠেন।****ভাষাদিবসচুমু নয়। চুমু বদলাচ্ছে চুমুকে।মেঘ এসে বৃষ্টি দিয়ে যায়আমরা কুয়াশায় ঢেকে রাখি               যাবতীয়****পেঁয়াজখেতের গল্পচাঁদের আলোয় পেঁয়াজখেত। গসপেল থেকেখুঁটিয়ে খুঁটিয়ে তোমাকে তুলে আনিহাজার হাজার চা-চক্র আমাদেরসাঁতার জানি। তবু ভয়, ডুবে যাবো না                    তো****বৃত্তান্তবৃত্তান্তে যাবো না বরং গন্তব্যে              পৌঁছাইফের নীরবতা।উনুনে গুঁজে দেব         টুপি****শিরোনামহীনসর্ষেবনে বিকেল ডুবছে আর আমি বিকেলের                          দিকেইহাঁটতে থাকি। যেন বা স্তব্ধতা, বাঁশির শব্দ!কান্নাকে প্রতিরোধ করি, শরীরে হলুদ মাখিআয়নার পাশে নখ, লিখি নখদর্পণএসইউ/আরআইপি

Advertisement