দেশজুড়ে

ববি ছাত্রী মিম নিহতের ঘটনায় বাসচালক আটক

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ছাত্রী মাইশা ফৌজিয়া মিম নিহতের ঘটনায় ঘাতক বাসচালক মো. নুরুল ইসলামকে আটক করেছে পুলিশ।

Advertisement

শুক্রবার (১ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে পটুয়াখালী জেলার খাসেরহাট গ্রাম থেকে পুলিশের বিশেষায়িত একটি টিম তাকে আটক করে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) আলী আশরাফ ভূঁঞা বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

Advertisement

দোষীদের গ্রেফতার দাবিতে ববি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় বাসচালক মো. নুরুল ইসলামকে আটক করা হয়েছে। পরবর্তীতে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এর আগে বুধবার (৩০ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের সামনে বাসের ধাক্কায় নিহত হন পরিসংখ্যান বিভাগের ২০২২-২৩ বর্ষের শিক্ষার্থী মাইশা ফৌজিয়া মিম। পরে ঘাতক বাসচালককে গ্ৰেফতারের দাবিতে বুধবার রাতে ৫ ঘণ্টা, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে ১০ ঘণ্টা এবং শুক্রবার বিকেল থেকে সাড়ে ৬ ঘণ্টা বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে রাখেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

শাওন খান/ইএ

Advertisement