আন্তর্জাতিক

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ১ নভেম্বর ২০২৪

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

Advertisement

বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ এনে তীব্র নিন্দা ট্রাম্পের

বাংলাদেশে হিন্দু, খ্রিস্টান ও অন্য সংখ্যালঘুদের ওপর নির্যাতনের অভিযোগ এনে তীব্র নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। বর্তমানে বাংলাদেশে পুরোপুরি বিশৃঙ্খল পরিস্থিতি বিরাজ করছে বলেও অভিযোগ করেছেন ট্রাম্প।

স্পেনে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা দেড়শ ছাড়ালো

Advertisement

স্পেনের পূর্বাঞ্চলীয় প্রদেশ ভ্যালেন্সিয়ায় আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা দেড়শ ছাড়িয়েছে। টানা ভারী বৃষ্টির জেরে বুধবার (৩০ অক্টোবর) প্রদেশটির বিভিন্ন অঞ্চলে আকস্মিক বন্যা দেখা দেয়, যেটিকে কয়েক প্রজন্মের মধ্যে দেশটিতে সবচেয়ে ভয়াবহ বন্যা বলে আখ্যা দেওয়া হয়েছে। বৃষ্টিপাতের কারণে এখনো দেশটির কিছু অংশে বন্যা হওয়ার আশঙ্কা রয়েছে।

ইসরায়েলি সামরিক স্থাপনায় হামলার প্রস্তুতি নেওয়ার নির্দেশ খামেনির

এবার ইসরায়েলের বিরুদ্ধে ‘প্রতিশোধমূলক হামলার’ প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। গাজা ও লেবাননে সংঘাতসহ নানা ইস্যুতে ইসরায়েলের ওপর চরম ক্ষুব্ধ ইরান। দুই পক্ষের মধ্যে এরই মধ্যে ঘটে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটেছে।

ট্রাম্প-কমলা ছাড়াও প্রার্থী হিসেবে আছেন যারা

Advertisement

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন হতে যাচ্ছে মঙ্গলবার (৫ নভেম্বর)। নির্বাচন কেন্দ্র করে কয়েক মাস ধরেই প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন দেশটির দুই প্রধান রাজনৈতিক দল ডেমোক্র্যাট ও রিপাবলিকান পার্টির প্রার্থী কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্প। সাধারণত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে এই দুটি দলের প্রার্থীকে নিয়েই সবচেয়ে বেশি আলোচনা হয়। তবে তারা ছাড়া এবারের নির্বাচনে আরও কয়েকজন প্রার্থী রয়েছেন। চলুন তাদের সম্পর্কে জেনে নেওয়া যাক।

গাজাজুড়ে ইসরায়েলি হামলায় ৯৫ জন নিহত

ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজায় ইসরায়েলি হামলা থেমে নেই। ফলে অবরুদ্ধ উপত্যকায় মৃত্যুর মিছিল যেনো থামছেই না। দখলদার ইসরায়েলের ভয়াবহ হামলা থেকে রেহাই পাচ্ছে না নারী ও শিশুরাও।

সীমান্তের এক ইঞ্চি জমি নিয়েও আপস করবে না ভারত: মোদী

প্রতি বছরের মতো এবারও দীপাবলির দিন ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে কাটিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তে কাটানো দিনটিতে ভারতীয় সেনাবাহিনীর ভূয়সী প্রশংসা করেছেন তিনি। আর সেখান থেকেই তিনি কড়া হুশিয়ারি দিয়েছেন যে, সীমান্তের জমি নিয়ে ভারত কোনো ধরনের আপস করবে না।

পাকিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণ, শিশুসহ নিহত ৭

পাকিস্তানের বেলুচিস্তানে একটি স্কুলের কাছে বিস্ফোরণের ঘটনায় অন্তত সাতজন নিহত হয়েছেন। তাদের মধ্যে পাঁচজনই শিশু। বাকি দুইজনের একজন পুলিশ ও একজন পথচারী।

ইউক্রেন সীমান্তে উত্তর কোরিয়ার ৮ হাজার সেনা: যুক্তরাষ্ট্র

ইউক্রেন সীমান্তে উত্তর কোরিয়ার প্রায় আট হাজার সেনা মোতায়েন করেছে রাশিয়া। মস্কো এ সব সেনা আগামী দিনগুলোতে যুদ্ধক্ষেত্রে মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এ তথ্য জানিয়েছেন।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে যুদ্ধবিরতির সম্ভাবনা নেই

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে ইসরায়েল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতির সম্ভাবনা নেই বলে জানিয়েছেন বিশ্লেষক আকিভা এলদার। কারণ ইসরায়েলের প্রধানমন্ত্রী এ ব্যাপারে প্রস্তত বা ইচ্ছুক নন।

সিবিএস চ্যানেলের বিরুদ্ধে মামলা করলেন ট্রাম্প

রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প টিভি চ্যানেল সিবিএস-এর বিরুদ্ধে মামলা করেছেন। চ্যানেলটির ‘৬০ মিনিট' অনুষ্ঠানে প্রচারিত ডেমোক্র্যাটিক প্রার্থী কমলা হ্যারিসের সাক্ষাৎকার নিয়ে মামলাটি হয়েছে।

ভারতের ১৯ প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সহযোগিতা করার অভিযোগে ভারতীয় নাগরিক ও দেশটির প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। জানা গেছে, ভারতের ১৯টি প্রতিষ্ঠান ও দুই নাগরিকের বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে যুদ্ধবিরতির সম্ভাবনা নেই

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে ইসরায়েল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতির সম্ভাবনা নেই বলে জানিয়েছেন বিশ্লেষক আকিভা এলদার। কারণ ইসরায়েলের প্রধানমন্ত্রী এ ব্যাপারে প্রস্তত বা ইচ্ছুক নন।

এমএসএম/এএসএম