ক্যাম্পাস

বেরোবিতে প্রথম আলো-ডেইলি স্টার পত্রিকা পুড়িয়ে বয়কটের ডাক

দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা দুটি পুড়িয়ে বয়কটের ডাক দিয়েছেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থীরা।

Advertisement

শুক্রবার (১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে পত্রিকা দুটিতে অগ্নিসংযোগ করা হয়। এসময় তারা প্রথম আলো এবং ডেইলি স্টারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাহিম বলেন, ডেইলি স্টার ও প্রথম আলো জুলাই-আগস্টের যে বিপ্লব হয়েছে তা মেনে নিতে পারেনি। তারা বিভিন্ন সময় নেগেটিভ খবর প্রচার করে আবারও ফ্যাসিস্টদের পুনর্বাসনের চেষ্টা করছেন। ওয়ান ইলেভেনের মূল কারিগর ডেইলি স্টার-প্রথম আলো। গণহত্যাকারী সংগঠন ছাত্রলীগকে তারা এখনো নিষিদ্ধ সংগঠন হিসেবে মনে করে না।

অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের শিক্ষার্থী আলভির বলেন, প্রথম আলো ও ডেইলি স্টার দীর্ঘদিন ধরে বিভিন্ন স্পর্শকাতর ইস্যুতে মিথ্যা, বিভ্রান্তিকর এবং উস্কানিমূলক সংবাদ প্রচার করে আসছে। প্রতিষ্ঠালগ্ন থেকেই পত্রিকা দুটি এদেশে আওয়ামী শাসকগোষ্ঠী এবং প্রতিবেশী রাষ্ট্রের গোয়েন্দা সংস্থার হীন উদ্দেশ্যেকে অত্যন্ত নগ্নভাবে সমর্থন দান করে চলেছে।

Advertisement

সম্প্রতি প্রথম আলো নিয়ে প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইন তার ইউটিউবে একটি ভিডিও প্রতিবেদন প্রকাশ করেন। সেই পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা পত্রিকা দুটি বয়কটের ডাক দিলেন।

ফারহান সাদিক সাজু/এসআর/এএসএম