সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী গ্রেফতারের খবরে মধ্যরাতে আনন্দ মিছিল করেছেন মাদরাসার শিক্ষার্থীরা। বৃহস্পতিবার রাত দেড়টার দিকে মিছিলটি বের হয়ে প্রধান সড়ক টিএ রোড প্রদক্ষিণ করে কুমারশীল মোড় প্রদক্ষিণ করে। পরে কান্দিপাড়া মাদরাসা রোড মোড়ে এসে শেষ হয়।
Advertisement
এসময় নানা স্লোগান দেন মাদরাসা শিক্ষার্থীরা। তারা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর ফাঁসি দাবি করেন।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা ইউসুফ ভুইয়া, ইফতিখার জামীল, খালেদ সাইফুল্লাহ সিরাজী, বেলাল হুসাইন ইকরামুল মারজান চৌধুরী, কাজী খালেদ সাইফুল্লাহ প্রমুখ।
তারা বলেন, র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী একজন ইসলাম বিদ্বেষী। তিনি সবসময় এই দেশের আলেম-ওলামাদের নিয়ে কটূক্তি করেন। তার নির্দেশ ব্রাহ্মণবাড়িয়ায় অসংখ্য মাদরাসা শিক্ষার্থীসহ সাধারণ মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়।
Advertisement
এর আগে বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাতে রাজধানীর মিরপুর থেকে র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীকে গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। তার বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ায় একাধিক হত্যা মামলা রয়েছে।
আবুল হাসনাত মো. রাফি/জেডএইচ/জিকেএস