রাজধানীর পুরান ঢাকার চকবাজারে আটতলা ভবনের ছাদ থেকে পড়ে মো. জীবন (১৮) নামের এক কিশোর নিহত হয়েছেন। তবে পরিবারের দাবি, ওই ভবনের ছাদ থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে তাকে হত্যা করা হয়েছে।
Advertisement
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দিনগত রাত ১২টার দিকে তিনি ভবনের ছাদ থেকে পড়ে যান। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত দেড়টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহতের চাচা হৃদয় বলেন, চকবাজারের এক স্টেশনারি দোকানে কাজ করতেন জীবন। একই এলাকার লতিফ নামের এক যুবক জীবনকে ডেকে নিয়ে পাশের আটতলা এক ভবনে নিয়ে যান। পরে ওই ভবনের ছাদ থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেন বলে জানতে পেরেছি।
আরও পড়ুন অক্টোবরে রাজনৈতিক সহিংসতায় ১২ জন নিহত: এমএসএফ মোহাম্মদপুরের ভাইরাল ভিডিওটি ‘প্রকাশ্যে জবাইয়ের’ নয়নিহত জীবন শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার ঢালিপাড়া গ্রামের মৃত জাকির হোসেনের সন্তান। কর্মসূত্রে রাজধানীর চকবাজার এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
Advertisement
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে। আমরা জানতে পেরেছি পূর্ব শত্রুতার জের ধরে আটতলা ভবন থেকে জীবনকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। কাজী আল-আমিন/কেএসআর/জিকেএস