রাজনীতি

হামলার প্রতিবাদে জাপা কার্যালয়ের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ

মিছিলে হামলার প্রতিবাদে বিজয় নগরে জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।

Advertisement

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাত ৯টার দিকে মিছিল নিয়ে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যান বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা। এরপর সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে তারা পুনরায় মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে যান।

এর আগে রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে মিছিল শুরু করেন তারা। এরপর জাপা কার্যালয়ের সামনে পৌঁছে শিক্ষার্থীরা ‘জাতীয় পার্টির কালো হাত-ভেঙে দাও গুড়িয়ে দাও’, ‘হৈ হৈ রৈ রৈ—জাতীয় পার্টি গেলি কই’, ‘জিএম কাদেরের চামড়া—তুলো দেবো আমরা’ ইত্যাদি স্লোগান দেন।

আরও পড়ুনঢাবিতে জড়ো হচ্ছেন ছাত্ররা, যাবেন জাতীয় পার্টির বিজয়নগর অফিসছাত্রদের মিছিলে হামলা, জাতীয় পার্টির অফিসে আগুন

সংক্ষিপ্ত সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বলেন, ‘জাতীয় পার্টির জন্মের ইতিহাসই একটি কলঙ্কজনক ইতিহাস। স্বৈরাচারের পকেট সংগঠন হিসেবেই তাদের জন্ম হয়েছিল। জন্ম যেভাবে হয়েছে, জাতীয় পার্টি সবসময়ই তেমন কাজই করেছে।’

Advertisement

বক্তারা বলেন, ‘আমরা তাদের শোধরানোর সুযোগ দিয়েছিলাম। কিন্তু তারা শিক্ষার্থীদের সঙ্গে ফ্যাসিস্টের আচরণ বহাল রেখেছে। আজকের শান্তিপূর্ণ মিছিলে তারা হামলা চালিয়েছে। অসংখ্য ভাইকে আহত করেছে। তারই তাৎক্ষণিক প্রতিবাদ হিসেবে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এখানে এসেছি। সব ধরনের অন্যায়ের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় অগ্রগামী ভূমিকায় থাকবে।’

শিক্ষার্থীদের সংক্ষিপ্ত সমাবেশের সময় কার্যালয়ের সামনে উৎসুক জনতার ভিড় লক্ষ্য করা যায়। পাশাপাশি সেখানে ব্যাপক পরিমাণ পুলিশ ও সেনাবাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।

এমএইচএ/ইএ

Advertisement