দেশজুড়ে

বাসচাপায় ববি শিক্ষার্থী নিহত, মহাসড়ক অবরোধ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থী মাইশা ফাউজিয়া মিম বাসচাপায় নিহত হয়েছেন। বুধবার (৩০ অক্টোবর) রাত ৯টায় ববির ১ নম্বর গেটে নারায়ণগঞ্জ পরিবহন তাকে চাপা দেয়। দুর্ঘটনার সময় মিম রাস্তা পার হচ্ছিলেন। নিহত মিম ববির পরিসংখ্যান বিভাগের ১২তম ব্যাচের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী।

Advertisement

দুর্ঘটনার খবর পেয়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রাত পৌঁনে ১১টা পর্যন্ত ঢাকা-বরিশাল মহাসড়কে অবরোধ করে। পরে রাত পৌঁনে ১১টার দিকে ঘাতক বাসটিতে শিক্ষার্থীরা আগুন ধরিয়ে দেয়।

ববি শিক্ষার্থী ভূমিকা সরকার বলেন, রাস্তা পার হওয়ার সময় মিমকে চাপা দিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত চালক, সুপারভাইজার ও হেলপারকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। নয়তো আমাদের আন্দোলন চলবে। এছাড়া ববির সামনের মহাসড়কে গতিসীমা নির্ধারণসহ সড়ক নিরাপত্তা জোরদারের দাবি জানান।

এ ব্যাপারে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, মহাসড়ক অবরোধের ফলে দুই পাশে শত শত যাত্রীবাহী বাস আটকে জনভোগান্তি দেখা দিয়েছে। ঘাতক বাসটি বরিশাল থেকে যাত্রী নিয়ে ঢাকা যাচ্ছিলো। পুলিশ ঘটনাস্থলে রয়েছে।

Advertisement

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রাহাত হোসাইন ফয়সাল জানান, বাস কোম্পানির ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টার মধ্যে গাড়ির চালককে আটক করার আল্টিমেটাম দেওয়া হয়েছে।

শাওন খান/এমআরএম