আর কয়েক ঘন্টা পর ইতিহাসের পুনরাবৃত্তি ঘটাতে কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে নামবেন বাংলাদেশের মেয়েরা। দুই বছর আগে যে স্টেডিয়ামে সাবিনা-কৃষ্ণারা ইতিহাস গড়েছিল প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে, সেই মাঠে আজ সেই প্রতিপক্ষ নেপাল।
Advertisement
দেশের মানুষ তাকিয়ে হিমালয়ের দেশটির রাজধানীতে। বাংলাদেশ সময় সন্ধ্যা পৌনে ৭টায় নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ ও নেপাল।
২০২২ সালের ওই সাফল্যের কারিগর ছিলেন কোচ গোলাম রব্বানী ছোটন। সাফের পর পরই তিনি বাফুফের চাকরি ছেড়ে দেন। এবার ছোটনের সেই সাফল্য ধরে রাখার দায়িত্ব ইংলিশ কোচ পিটার বাটলারের কাঁধে। ছোটন দলের সঙ্গে না থাকলেও তিনি আছেন সাবিনা-তহুরাদের হৃদয়জুড়ে। গোল করে, ম্যাচ জিতে নারী ফুটবলাররা স্সরণ করছেন তাদের সাবেক গুরুকে।
এ নিয়ে নতুন কোচ পিটার বাটলারও বিতর্কেও জড়িয়ে পড়েছেন। দলের মধ্যে তৈরি হয়েছে সিনিয়র-জুনিয়র গ্রুপিং। কাঠমান্ডু থেকে গণমাধ্যম যে খবর পাঠাচ্ছে তাতে পরিস্কার একটা বিতর্ক উস্কে দেওয়া হয়েছে সিনিয়র-জুনিয়র নিয়ে। খেলোয়াড়রাও তা নিয়ে মুখ খুলেছেন প্রকাশ্যে।
Advertisement
গোলাম রব্বানী ছোটন আজ ঢাকায় বসে দেখবেন সাবিনাদের খেলা। তাঁর হাত ধরে যে শ্রেষ্ঠত্ব এসেছে দুই বছর আগে সেই শ্রেষ্ঠত্ব যেন মেয়েরা ধরে রাখতে পারে সে জন্য শুভ কামনা জানিয়েছেন দেশের নারী ফুটবলের এই কারিগর।
নিজের ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে ছোটন লিখেছেন, ‘বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দলের জন্য দোয়া ও শুভকামনা রইলো। গর্জে উঠুক বাংলার বাঘিনীরা।’
উল্লেখ ২০২২ সালে সাফের ফাইনালে বাংলাদেশ ৩-১ গোলে নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল। সেটিই ছিল নারী ফুটবলে নেপালের বিপক্ষে বাংলাদেশের প্রথম জয়।
আরআই/এমএইচ/এমএস
Advertisement