দেশজুড়ে

বিনামূল্যে চিকিৎসা সেবা পেলেন দেড় হাজার রোগী

লক্ষ্মীপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচির মধ্যদিয়ে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন হয়েছে। রোববার (২৭ অক্টোবর) শহরের কালাগাজী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে জেলা যুবদলের ব্যানারে এ আয়োজন করা হয়।

Advertisement

ক্যাম্পে বিকেল পর্যন্ত ১২ জন চিকিৎসক প্রায় দেড় হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেন। একইসঙ্গে ব্যবস্থাপত্র অনুযায়ী বিভিন্ন রোগের ওষুধ বিনামূল্যে রোগীদেরকে দেওয়া হয়েছে। এছাড়া স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে অংশ নেয় নেতাকর্মীরা।

মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন, জেলা যুবদলের আহ্বায়ক রেজাউল করিম লিটন, সদস্যসচিব আব্দুল আলিম হুমায়ুন, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সৈয়দ রশিদুল হাসান লিংকন, যুবদল নেতা বদরুল আলম শ্যামল, জাহাঙ্গীর আলম, লোকমান হোসেন ও শামছুল আহসান মামুন প্রমুখ।

জেলা যুবদলের আহ্বায়ক রেজাউল করিম লিটন বলেন, বিএনপি হচ্ছে গণমানুষের দল। মানুষের সেবা করায় হচ্ছে দলের নেতাকর্মীদের অন্যতম কাজ। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে মানুষের পাশে থাকার প্রচেষ্টায় আমাদের এ আয়োজন। বিএনপি ক্ষমতায় আসলে আরও ব্যাপকভাবে জনমুখি সেবা কার্যক্রম অব্যাহত থাকবে। বন্যায় লক্ষ্মীপুর পৌরসভার বিভিন্ন এলাকায় পানিবন্দি হয়ে মানুষ নানান রোগে আক্রান্ত হয়েছে। মেডিকেল ক্যাম্পের মাধ্যমে আমরা তাদের সেবা নিশ্চিত করার চেষ্টা করেছি।

Advertisement

কাজল কায়েস/আরএইচ/জিকেএস